এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
Suvendu's Rally at Contai: 'ভাইপো হঠাও' স্লোগান, শুভেন্দুর রোড শোতে জনজোয়ার
তৃণমূলের কাঁথি সভার ২৪ ঘণ্টার মধ্যেই মেচেদা বাইপাস থেকে ৫ কিমি দীর্ঘ মিছিলের আয়োজন বিজেপির। এই মিছিলের মূল উদ্যোক্তা শুভেন্দু অধিকারী। মিছিলের যে রোড শো, সেই কনভয়ের গাড়িতে একদিকে জয়প্রকাশ মজুমদার, অপর পাশে সৌমিত্র খাঁ। গেরুয়া পাগড়িতে শুভেন্দুর নেতৃত্বে আয়োজিত এই মিছিল শেষ হবে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত। জানা গিয়েছে, মিছিলে জমায়েত নজরকাড়া। কন্টাই বা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড হবে একটি জনসভা। প্রায় পৌনে দুটো নাগাদ এই মিছিলের প্রস্তুতি শুরু করেছিল বিজেপি। মিছিলের একদম শুরুতে বিভিন্ন বাদ্যযন্ত্রের উপস্থিতি দেখা গিয়েছে। এই মিছিলের পিছনের দিকে প্রচুর মানুষ চোখে পড়েছে। মিছিল যেখান থেকে শুরু হয়েছে, সেই মেচেদা বাইপাস এলাকায় বিজেপির পতাকার সঙ্গে দাদার অনুগামীদের পোস্টার পড়েছে। মিছিল থেকে স্লোগান উঠেছে, 'ভাইপো হঠাও'। গতকাল তৃণমূল এক কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছিল। কিন্তু শুভেন্দুর মিছিল ৫ কিলোমিটার দীর্ঘ। ইতিমিধ্যে শুভেন্দু তৃণমূল ছাড়ার পর শাসক দলের নেতারা নানাভাবে প্রাক্তন পরিবহণমন্ত্রীকে আক্রমণের সুরে বিঁধেছেন। পাল্টা পূর্বস্থলির সভা থেকে তৃণমূলকে আক্রমণের নিশানা বানিয়েছিলেন শুভেন্দু।
Tags :
WB Polls 2021 With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda Congress WB Polls WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Mamata Banerjee Bengal Election 2021 Bengal Electionsআরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement