Top Stories: নবান্নে অভিযানে আহত বামকর্মীর মৃত্যু, বেলদায় TMC বুথ সভাপতিকে মারধর
হাসপাতালে বাম যুবকর্মীর মৃত্যু। নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতের জের। অভিযোগ ফুয়াদ হালিমের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। খুনের মামলা করা হবে পুলিশের বিরুদ্ধে, ঘোষণা শমীক লাহিড়ির। দেহ আনা হবে ছাত্র-যুব দফতরে। বিকেল থেকে রাস্তায় নেমে আন্দোলন, হুঁশিয়ারি এসএফআইয়ের। নার্সিং হোমে এসে কথা পুলিশের।
ডালখোলায় এক সিপিএম নেতার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। সিপিএমের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা থানার করঞ্জিতে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের (TMC) অভিযোগ, কর্মী সম্মেলন সেরে ফেরার পথে রাস্তায় বুথ সভাপতিকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
কয়লাকাণ্ডে পলাতক ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার (Lala) সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন জানাল সিবিআই (CBI)।