Supreme Court: 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না', মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের
ABP Ananda Live: সুপ্রিম কোর্টে তৃণমূল জমানার ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল-মামলা। 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'। মামলা গ্রহণ করে মৌখিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পিছিয়ে পড়াদের জন্যেই এই সংরক্ষণ, সওয়াল রাজ্য সরকারের। 'ধর্মান্তকরণ যাদের, তাদের জন্যেই রাজ্যের এই সংরক্ষণ'। কপিল সিব্বলের পাল্টা সওয়াল আইনজীবী মণিন্দর সিংহের।
আর জি করকাণ্ডের ৪ মাস পূরণ। আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের। কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।

















