TMC News: ধর্মতলায় পৌঁছতে এবার লঞ্চে তৃণমূলের কর্মী-সমর্থকরা, হাওড়া ফেরিঘাটে ধরা পড়ল সেই ছবি
ABP Ananda LIVE: গোসাবা থেকে নৌকায় কলকাতার পথে তৃণমূল কর্মী-সমর্থকদের। জয়নগর থেকে সাইকেলেও শাসক দলের কর্মী-সমর্থকরা। নদীপথে সভার পথে। পাশাপাশি সকাল গড়াতেই মঞ্চের সামনে জনজোয়ার। হাজরা থেকে ট্যাবলো এল ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে নবদ্বীপের তাঁত শিল্পী। কেউ এলেন শাহরুখ খান সেজেও।
হাওড়া স্টেশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তোরণ
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে চড়ে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা। হাওড়া স্টেশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তোরণ তৈরি করা হয়েছে। জেলা থেকে আসা দলীয় কর্মী, সমর্থকদের সহায়তার জন্য তৃণমূলের তরফে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক।

















