Crime News : লখনউতে খোদ মন্ত্রীর বাড়িতেই শুটআউট ! মৃত্যু মন্ত্রীর ছেলের বন্ধুর। ABP Ananda Live
উত্তরপ্রদেশের লখনউতে খোদ মন্ত্রীর বাড়িতেই শুটআউট (Shoot) ! মৃত্যু হল কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী কৌশল কিশোরের ছেলের বন্ধুর। মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। ঘটনাস্থল থেকে বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পিস্তলটি মন্ত্রীর ছেলের বলে দাবি। যুবককে খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। লখনউয়ের ঠাকুরগঞ্জ থানা এলাকায় নতুন বাড়ি তৈরি করছিলেন মন্ত্রী কৌশল কিশোরের ছেলে বিকাশ কিশোর। সূত্রের খবর, গতকাল রাতে এই বাড়িতেই পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিকাশের একাধিক বন্ধু। মৃত যুবক বিনয় শ্রীবাস্তবও এই পার্টিতে উপস্থিত ছিলেন। রাতভর চলে পার্টি। এরপর ভোর ৪ টে ১৫ নাগাদ চলে গুলি। তবে কে গুলি চালিয়েছিল তা এখনও সামনে আসেনি। পার্টিতে উপস্থিত ৩ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
