Russia Ukraine War : যুদ্ধ বন্ধ হবে কি? আজ ফের রাশিয়া-ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনা।Bangla News
আজ ফের রাশিয়া-ইউক্রেন বৈঠক, ভার্চুয়ালি হবে এই বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা ফরাসি প্রেসিডেন্ট মাকরঁর। ইউক্রেনকে নো ফ্লাই জোন করা হোক, আর্জি জেলেনস্কির। ‘নইলে ন্যাটো দেখবে তারই সদস্যভুক্ত দেশ রাশিয়ার হাতে আক্রান্ত’। আর্জি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পা দিল ১৯তম দিনে খারকিভ শহরে রকেট হানা, চলছে গোলাবর্ষণ। ডনবাস শহরে একের পর এক গোলাবর্ষণ রুশ সেনার। আরপিনে এখনও আটকে রয়েছেন ১০ হাজার মানুষ। শহরের ৩০ ভাগ দখল রুশ সেনার হাতে, জানিয়েছেন আরপিনের মেয়র। রুশ গোলায় কিভের ফুড ডিপোয় আগুন ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন।
![Modi-Trump Meeting: ওয়াশিংটনে মোদি-ট্রাম্প বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ, কী বললেন ট্রাম্প ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/95d1e5ccf38fbbe22879d0a3e582af5e1739586908856535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)