Swasthya Samman 2024: আশা ল্যাবরেটরি সম্মানিত এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান ২০২৪ 'আশা ল্যাবরেটরি'-কে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সম্মানিত করা হল তারক দত্ত ডিরেক্টর, আশা ল্যাবরেটরি । এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান ২০২৪, সম্মান স্বাস্থ্য প্রতিষ্ঠান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
যাঁরা বাঁচান প্রাণ, তাদের দিই মান। প্রতিবারের মতো সম্মান জানানো হল স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রণী ব্যক্তি ও সংস্থাদের। যত্নে রাখার প্রযত্নে রাখা, সেই সব সংস্থা ও চিকিৎসকদের কুর্নিশ জানায় এবিপি আনন্দ। সম্মান জানানো হল স্বাস্থ্য প্রতিষ্ঠান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের
এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান ২০২৪ এর সন্ধ্যা উৎসর্গ করা হল সেই সব যোদ্ধাদের, যাঁরা মানুষে কঠিন থেকে কঠিনতর সমস্যার সময়ে পাশে দাঁড়ান। উদ্ধার করেন স্বাস্থ্য সঙ্কট থেকে। মানুষ তাঁদের দেখে ত্রাতার নজরে, ঈশ্বরের চোখে। কিন্তু তাঁরাও তো মানুষ, কিন্তু সাক্ষাৎ ঈশ্বরের মতোই উদ্ধার করেন চরম সঙ্কটে।
![Anindita Pramanik talks about the latest NFO of ICICI Prudential MF - Equity Minimum Variance Fund](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/3264f8fa18927274525498e7c8c4f5a51732186431832894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)