এক্সপ্লোর
Suicide Prevention : করোনাকালে একাকীত্বে বাড়ছে আত্মহত্যাপ্রবণতা, কীভাবে বুঝবেন? কীভাবে থাকবেন পাশে?
Suicide Prevention : করোনাকালে একাকীত্বে বাড়ছে আত্মহত্যাপ্রবণতা, কীভাবে বুঝবেন? কীভাবে থাকবেন পাশে?
1/10

'' ছেলেটার চাকরি চলে গেল। টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে। সংসার চলছে না। আমার চিকিৎসা করাতে গিয়ে ওর তো দুইবেলা খাবারও জুটছে না'' - করোনাকালে এমনভাবেই একাকীত্ব, অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন অনেকেই। অনেকের ঘটেছে প্রিয়জন বিয়োগ। তাই বাড়ছে একাকীত্ব। সেই সঙ্গে বাড়ছে আত্মহত্যা প্রবণতা।'
2/10

ডা. সুজিত সরখেল। (Indian Psychiatric society - র সুইসাইড প্রিভেনশন বিভাগের কোঅর্ডিনেটর) জানালেন, এই সময়ে দেশে যুবাদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা যেমন বেড়েছে, তেমনভাবে প্রবণতা বেড়েছে বয়স্কদের মধ্যেও।
Published at : 15 Sep 2021 07:21 AM (IST)
আরও দেখুন






















