এক্সপ্লোর
৮ উইকেটে ৩৮৪ তুলেছে সৌরাষ্ট্র, কামব্যাকের কতটা সম্ভাবনা বাংলার?
রাজকোটে দ্বিতীয় দিন ধীর গতির ব্যাটিং। পিচ থেকে বোলারদের সহায়তা না পাওয়া। দিনের শেষে ৩ উইকেট নিয়ে রঞ্জি ফাইনালে কিছুটা কামব্যাকের চেষ্টায় বাংলা। সকাল থেকে প্রশ্ন ছিল অসুস্থতার পর পূজারা কি খেলতে পারবেন? উত্তরটা মেলে সকাল সাড়ে আটটা নাগাদ, যখন তিনি নিজে গাড়ি চালিয়ে ঢুকলেন স্টেডিয়ামে। দেখা হল বাংলার ক্রিকেটারদের সঙ্গে। তাঁদের সঙ্গে করলেন করমর্দনও। আর, ক্রিজে যখন ব্যাট হাতে নামলেন, তখনই বোঝা গেল তিনি কতটা ফিট। সোমবার ৫ উইকেটে ২০৬ রানে শেষ করে সৌরাষ্ট্র। বাংলার টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল ৩০০ রানের মধ্যে সৌরাষ্ট্রকে অল আউট করা। কিন্তু, রুখে দাঁড়ালেন অর্পিত ভাসাভারা-চেতেশ্বর পূজারা জুটি। ইশান-মুকেশদের বোলিংকে কোনঠাসা করে ১৪২ রানের পার্টনারশিপ গড়লেন তাঁরা। দুরন্ত সেঞ্চুরি অর্পিতের। ২৩৭ বলে ৬৬ রান পূজারার। এই পার্টনারশিপই বাংলার বোলিংকে চাপে রাখে। গোটা দিনে হল ১৭৮ রান। দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮ উইকেটে ৩৮৪।
আরও দেখুন






















