এক্সপ্লোর
Asian Games: চলতি এশিয়ান গেমসে গোল্ড রাশ শুরু ভারতের,ভারতীয় শ্যুটারদের দাপটে চূর্ণ চিনের গড়া রেকর্ড
Asian Games 2023: চলতি এশিয়ান গেমসে গোল্ড রাশ শুরু ভারতের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয় ভারতের। ১ হাজার ৮৯৩ দশমিক ৭ স্কোর করে সোনা জিতলেন রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, দিব্যাংশ সিং পানওয়াররা। ভারতীয় শ্যুটারদের দাপটে চূর্ণ চিনের গড়া রেকর্ড। এই বিভাগে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া, চিন পিছিয়ে গিয়েছে তিন নম্বরে । সোমবার রোয়িংয়ে দুটি ব্রোঞ্জ পদকও জিতেছে ভারত। এশিয়ান গেমসে ১টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতল ভারত
আরও দেখুন






















