Sourav Ganguly Birthday: 'আমার প্রিয় দাদি', উনপঞ্চাশে সৌরভকে শুভেচ্ছা সচিনের
বৃহস্পতিবার, ৮ জুলাই ৪৯ বছর সম্পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। জন্মদিনে বিসিসিআই (BCCI) সভাপতিকে শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনে প্রাক্তন সহ খেলোয়াড়কে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়ায় বাংলা ও ইংরেজিতে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ।
ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক লিখেছেন, আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি। মাঠ ও মাঠের বাইরে সৌরভ ও সচিনের বন্ধুত্ব তিন দশকেরও বেশি সময়ের। অনূর্ধ্ব ১৬-র দিনগুলিতে ১৯৮৮-তে তাঁদের প্রথম আলাপ। পরে সৌরভ ও সচিন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সেরা ওপেনিং জুটি হয়ে ওঠেন। সৌরভ ও সচিনের ওপেনিং জুটিতে রয়েছে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড। ১৭৬ ম্যাচে তাঁরা জুটি বেঁধে করেছেন ৮,২২৭ রান। এরমধ্যে ১৩৬ ম্যাচে তাঁরা ওপেনিং জুটিতে করেছেন ৬,৬০৯ রান।
সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি-ও (ICC)। অভিনব উপায়ে তাঁর কেরিয়ারের তিনটি সেরা সাফল্য তুলে ধরে আইসিসি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।