T20 World Cup: ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে, জানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারত থেকে সরছে টি-২০ বিশ্বকাপ। ভারত থেকে টুর্নামেন্ট সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে। জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। করোনার জেরে সরছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। করোনা আবহে ইতিমধ্যেই আমিরশাহীতে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। আজই ছিল টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে (ICC) সিদ্ধান্ত জানানোর শেষ দিন। বিশ্বকাপ কবে শুরু সেই সিদ্ধান্ত নেবে আইসিসি।
করোনাভাইরাসের চলতি দাপটের পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা অনেক আগে থেকেই ছিল। এর আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও দুবাইতে সরাতে হয়েছে। জানা গেছে, ১৪ তম আইপিএলের খেলা শেষ হওয়ার পর টি ২০ বিশ্বকাপ শুরু হবে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হতে পারে। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ১৪ নভেম্বর। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচের খেলা হবে। এবারের আইপিএলের পরবর্তী পর্ব ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।
টি ২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিসিআই আইসিসি-র কাছে ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছিল। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিও মরু দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত মে মাসে টুর্নামেন্টের মাঝপথে করোনাভাইরাসজনিত কারণে আইপিএল স্থগিত করে দিতে হয়েছিল। এ জন্য যে লোকসান হয়েছে, সে কথা মাথায় রেখে টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।