Dipa Karmakar: অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন, পুজোর মধ্যেই অবসর ঘোষণা বাঙালি কন্যার
ABP Ananda Live: ভারতীয় জিমন্যাস্টিক্সের ছবিটা বদলে দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। চতুর্থ স্থান পেয়েছিলেন। তবে ত্রিপুরার বাঙালি কন্যা দেশকে দিয়েছিলেন গর্ব করার মতো মুহূর্ত। তাঁর প্রোদুনোভা ভল্ট গোটে দেশে আলোড়ন ফেলেছিল। সেই দীপা কর্মকার জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন। দুর্গাপুজোর চতুর্থীর দিন বিকেলে এল মন খারাপ করা খবর। সোশ্যাল মিডিয়ায় দীপা ঘোষণা করলেন, 'অনেক ভেবেচিন্তে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' ঈর্ষণীয় কেরিয়ারে একের পর এক মুকুট জিতেছেন দীপা। কোচ সোমা ও বিশ্বেশ্বর নন্দীর কাছে জিমন্যাস্টিক্সের পাঠ নেওয়া। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ভল্টে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই থেকে সকলের নজরে পড়া শুরু। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কমনওয়েলথ গেমসের জিমন্যাস্টিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন দীপা। তার পরের বছর, ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও একটি ব্রোঞ্জ জেতেন দীপা। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য তাঁর প্রোদুনোভা ভল্ট নিখুঁত হয়নি। চতুর্থ স্থানে শেষ করেন আগরতলার বাঙালি মেয়ে। ২০১৮ সালে তুরস্কে আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপে সোনা জেতেন।
![Sports News: ন্যাশনাল গেমসে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো-খো, মহিলা ফুটবল দল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/7c50c8a60cfc09f3ee60d0fe20e0554b1738122966066535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Cricket Tournament: কলকাতা পুরসভার ৮৭ নং ওয়ার্ডে আয়োজন করা হল যুবকাপ অ্যাভিনিউ ক্রিকেট টুর্নামেন্ট, ১৮ বছরে পা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/bcd1e7776681fe195bbac503fe83ddcd1737830467652968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![India vs England T20: ইডেনে ভারত-ইংল্যান্ড মহারণ, ২ প্রাক্তন নাইটের চালেই কি বদলাবে ম্যাচের রং?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/22/bf294acb22b8c2679267dbc5d522287a1737548490990535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Santosh Trophy Champion: চেতলা অগ্রণীর ক্লাবের তরফে বাংলা ফুটবল দলকে দেওয়া হল সংবর্ধনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/a98e23c5c68e3ca635709ab2d7eccc581736051438772968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Chess Academy: চৌষট্টি খোপের লড়াইয়ে সাফল্য, কৃতীদের সংবর্ধিত করল দিব্য়েন্দু বড়ুয়া চেস অ্য়াকাডেমি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/94819befa51cb943b34ff7fee225584f1736040303684968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)