এক্সপ্লোর
মহিলাদের জন্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি দেশের মধ্যে ভারত ছাড়া আর কারা রয়েছে, দেখুন
1/10

সোমালিয়াবাসী যে কোনও মহিলার জন্যে বড় চিন্তার কারণ ছোট বয়সে জোর করে বিয়ে, ধর্ষণ, নারীদের যৌনাঙ্গ ছেদ। সেখানে প্রতিদিনই প্রায় এই ঘটনা ঘটে থাকে।
2/10

দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। কঙ্গোয় মহিলাদের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হতে হয়। মার্কিন জার্নাল অফ পাবলিক হেল্থে প্রকাশিত এক তথ্য বলছে সেখানে প্রতিদিন ১,১৫০ জন মহিলা ধর্ষণের শিকার হয়। হিসেব বলছে সারা বছরে ৪২০, ০০০ মহিলা ধর্ষণের শিকার হন। স্বাস্থ্য ক্ষেত্রেও মহিলারা অবহেলিত। সেদেশের বেশিরভাগ অন্ত্বঃসত্ত্বা মহিলাই রক্তাল্পতায় ভোগে।
Published at : 10 Jan 2018 01:19 PM (IST)
Tags :
WomanView More






















