এক্সপ্লোর
ইঁদুর-ছানা দিয়ে তৈরি হয় এই ওয়াইন!
1/6

ইনফেক্টেড হোয়াইট হেড শট- এই পানীয় এক ঝলকে দেখলে মনে হবে যে হার্ড ড্রিঙ্কসের সঙ্গে দুধ মিশিয়ে দেওয়া হয়েছে। অল্প ভোদকার সঙ্গে ব্লাডি মেরি ড্রিঙ্ক মিশিয়ে এর মধ্যে একটা ছোট চামচ চিজ মিশিয়ে দিন। ব্যস, তৈরি আপনার ইনফেক্টেড হোয়াইট হেড শট। তথ্য- ওডি ডট কম। উপরিক্ত ছবিতে যা বলা হয়েছে, তা গবেষণার দাবি। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। যে কোনও সুপারিশের ওপর গুরুত্ব দেওয়া বা সেই অনুযায়ী চিকিৎসা শুরু করার আগে নিজস্ব বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করাটা জরুরি।
2/6

কম্বুচা- গ্রীন এবং ব্ল্যাক টি-র মিশ্রণে তৈরি হয় এই পানীয়। স্বাদে মিষ্টি। শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্পিস এবং নিদ্রাহীনতার জন্য উপকারী। পানীয়টি হাল্কা ঠান্ডা এবং কার্বোনেটেড।
Published at : 24 Apr 2018 07:37 PM (IST)
View More






















