এক্সপ্লোর
বিলুপ্ত হল এক প্রজাতি, মারা গেল বিশ্বের শেষ উত্তরী শ্বেত গন্ডার ‘সুদান’
1/10

এই গন্ডারের উপ-প্রজাতি উগান্ডা, আফ্রিকা, সুদান এবং চাদ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। গন্ডারের খড়্গের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী এই জন্তুর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে। যার জেরে সুদানকে কেনিয়া থেকে সরিয়ে সংরক্ষিত স্থানে রাখা হয়।
2/10

প্রসঙ্গত, এই প্রজাতি গন্ডারদের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ। এদের উচ্চতা হাতির সমান হয়। গন্ডার পাঁচ প্রজাতির হয়। তাদের আবার দুটি উপ-প্রজাতিও হয়। এর মধ্যে দক্ষিণী শ্বেত গন্ডারদের খোঁজ পাওয়া মুস্কিল হয়ে গিয়েছে।
Published at : 22 Mar 2018 06:56 PM (IST)
View More






















