এক্সপ্লোর
মহাবলীপুরমে চিনা প্রেসিডেন্টকে দেশের ভাস্কর্য্য ঘুরিয়ে দেখালেন প্রধানমন্ত্রী, কাল বৈঠক

Background
নরেন্দ্র মোদি ও শি জিনপিং পরিদর্শন করেন রামায়ণ ও মহাভারতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থান। তার মধ্যে রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে সম্মানিত তামিলনাড়ুর দর্শনীয় স্থানও। শি জিনপিংকে নিয়ে মোদি যান মহাবলীপুরমের শোর মন্দিরেও। সেখানে তাঁর সামনে কথাকলি, ভরতনাট্যমের নৃত্যানুষ্ঠানও প্রদর্শন করা হয়। ওই অনুষ্ঠানেই শি জিনপিং উপভোগ করেন কর্ণাটকের সঙ্গীত।
20:45 PM (IST) • 11 Oct 2019

20:34 PM (IST) • 11 Oct 2019
ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর সঙ্গে ভারত পরিভ্রমণে এলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং শি সহ সেদেশের শাসকদলের আরও অনেক পলিটব্যুরো সদস্য। তামিলনাড়ুতে চিনা রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল ও মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এদিকে চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে তামিলনাড়ুতে পৌঁছেছেন নরেন্দ্র মোদিও। শুক্রবার এই দুই রাষ্ট্রনেতাকেই স্বাগত জানায় তামিল সরকার।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















