Live updates: কাশ্মীরে ফের খুলল স্কুল, হাজির শিক্ষকরা, পড়ুয়া সংখ্যা কম, দিল্লিতে অমিত-ডোভাল বৈঠক, কাশ্মীরে বন্দি নেতানেত্রীদের মুক্তি চেয়ে বৃহস্পতিবার যন্তরমন্তরে ধরনা ডিএমকে-র
LIVE
Background
শ্রীনগর: কাশ্মীরে পূর্বঘোষণা মতোই সোমবার খুলে গেল বেশিরভাগ সরকারি স্কুল। আরও বেশ কিছু বিধিনিষেধ আজ শিথিল হয়েছে। নিরাপত্তাবাহিনী পাহারায় মোতায়েন রয়েছে কাশ্মীর উপত্যকার বেশিরভাগ জায়গায়। ১৯০টি প্রাইমারি স্কুল খোলার জন্য প্রশাসন প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে। অনেক স্কুলেই হাজির হন শিক্ষকরাও। কিন্তু বেশি সংখ্যক পড়ুয়ার দেখা মেলেনি। সরকারি স্কুল খুললেও শ্রীনগরে সব বেসরকারি স্কুল আজও বন্ধ রয়েছে, আজ নিয়ে একটানা ১৫ দিন। কেননা গত ২ দিনে কোথাও কোথাও বিক্ষোভ, অশান্তির পরিপ্রেক্ষিতে অভিভাবকরা এখনও বাচ্চাদের নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না। আশঙ্কামুক্ত হতে পারছেন না তাঁরা। তাই বাচ্চাদের ভরসা করে স্কুলে পাঠাননি। শুধুমাত্র বেমিনার পুলিশ পাবলিক স্কুল ও কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রী এসেছে। ফারুক আহমেদ দার নামে জনৈক অভিভাবক বলেছেন, এখনও এতটাই অনিশ্চয়তা বহাল রয়েছে যে বাচ্চাকে স্কুলে পাঠানোর প্রশ্নই ওঠে না। বারামুল্লা জেলার সরকারি কর্তারা জানিয়েছেন, পাঁচটি টাউনে স্কুল বন্ধই রয়েছে, জেলার বাকি জায়গায় অবশ্য স্কুল খুলেছে।
এক সরকারি অফিসার সংবাদ সংস্থাকে বলেছেন, পাট্টান, পালহালান, সিংপোরা, বারামুল্লা ও সোপোর টাউনে বিধিনিষেধে কোনও ছাড় দেওয়া হয়নি। জেলার বাকি অংশ অবশ্য প্রাথমিক স্কুলগুলি খোলা রয়েছে। কতজন পড়ুয়া নিজের নিজের স্কুলে গিয়েছে, সে ব্যাপারে খবর নেওয়া হচ্ছে। শ্রীনগরের জনৈক সিনিয়র অফিসার জানান, উপকন্ঠে কয়েকটি স্কুল খুলেছে, কিন্তু ওল্ড সিটি ও সিভিল লাইন্স এলাকায় গত ২দিনের হিংসা, অশান্তির জেরে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা বন্ধই আছে।
প্রাইমারি স্তর পর্যন্ত সব স্কুল সোমবার ফের খোলা ও সরকারি দপ্তরগুলি পুরোপুরি সচল করে তোলার পরিকল্পনা নিয়েছিল প্রশাসন।
শ্রীনগরের যেসব এলাকা গত ৫ আগস্ট কেন্দ্রের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকে শান্তই রয়েছে, সেখানে ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। উপত্যকায় বাজার বন্ধ রয়েছে, সরকারি যানবাহনও চলছে না। তবে বিধিনিষেধ প্রত্যাহারের পর ব্যক্তিগত যানবাহন চলাচল বেড়েছে।