(Source: ECI/ABP News/ABP Majha)
Daily Astrology: প্রেমে আঘাতের আশঙ্কা এই রাশির জাতকদের, কেমন কাটবে আপনার দিন?
Daily Astrological Prediction: কেমন কাটবে শনিবার? কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
কলকাতা: আজ ২ সেপ্টেম্বর, শনিবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ- নিজের উন্নতি সাধনের প্রচেষ্টায় নিয়োজিত থাকলে লাভ। তা সার্বিকভাবে আপনাকে ভাল রাখতে সাহায্য করবে। পাশাপাশি আর্থিক উন্নতির সম্ভাবনাও রয়েছে। অতীতে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরত পেতে পারেন।
বৃষ- কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন। হঠাৎ করে হাতে টাকা আসতে পারে। তাতে মানসিক শান্তি এবং পরিবারেও শান্তি বাড়বে। কোনও বন্ধুর সমবেদনা পাবেন। কোথাও ভ্রমণ করলে সরঞ্জাম সাবধানে রাখুন।
মিথুন- স্বাস্থ্য ভাল থাকবে আজ। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। দিন যত এগোবে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। পরিবারের সদস্যদের প্রতি ভালবাসা দেখান। তাঁদের সঙ্গে সময় কাটান। সঙ্গীর সঙ্গে ভদ্র আচরণ করুন।
কর্কট- কোনও পছন্দের কাজ করলে মন ভাল থাকবে। গত কয়েকদিনের তুলনায় আজ আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আয়ের কোনও পথ খুঁজে পাবেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। ফোনের জন্য অযথা সময় নষ্ট হতে পারে আজ।
সিংহ- অযাচিত কোনও বিষয় নিয়ে সমস্যা বাড়তে পারে। মাথা ঠাণ্ডা রেখে সমস্যার সমাধান করতে হবে। পুরনো কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। মানসিক শান্তির জন্য যোগব্যায়ামে মন দিন। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে।
কন্যা- মানসিক জোর বাড়তে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে যোগব্যায়াম করতে পারেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রয়োজনে বাবার পরামর্শ নিন। প্রতিদিনের জীবন নিয়ে ক্লান্তি বোধ করতে পারেন।
তুলা- অতিরিক্ত চিন্তা এবং চাপে হাইপারটেনশন হতে পারে। সন্তানের হাত ধরে অর্থ লাভের সম্ভাবনা। পরিবারে খুশির হাওয়া। প্রিয় মানুষের সঙ্গে বাড়িতেই সময় কাটান আজ। বৈবাহিক জীবনে কোনও সমস্যা হলে তা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন।
বৃশ্চিক- স্বাস্থ্য ভাল থাকবে আজ। অর্থ সঞ্চয়ে বাবা মায়ের পরামর্শ মেনে চলুন। না হলে সমস্যায় পড়তে পারেন। অবসর সময়ে পরিবারের সঙ্গে কাটান। অতীতের রোম্যান্টিক মুহূর্ত মনে পড়তে পারে। বন্ধুর সঙ্গে কথা বলার সময় সতর্ক।
ধনু- ধর্মীয় কাজের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। তাতে মানসিক শান্তি বাড়বে। এক তরফা প্রেমে আঘাতের আশঙ্কা। অবাস্তব ভাবনায় সময় নষ্ট নয়। আত্মীয়দের কারণে বৈবাহিক জীবনে সমস্যা বাড়বে।
মকর- মা-বাবার প্রতি দায়িত্ব এড়াবেন না। তাতে সমস্যা বাড়বে ভবিষ্যতে। বিনিয়োগের বিষয় সতর্ক হোন। পরিচিত বা অপরিচিতদের সঙ্গে কথা বলার সময় সতর্ক হতে হবে। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন আজ।
কুম্ভ- উদ্বেগ কমাতে হবে। অবসর সময় কার সঙ্গে কথা বলবেন তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের কোনও সদস্যের ব্যবহারে খারাপ লাগতে পারে। যোগব্যায়াম এবং শরীরচর্চায় মন দিন আজ। তাতে মানসিক শান্তি বাড়বে এবং শারীরিক দিক থেকেও ভাল থাকবেন।
মীন- বন্ধুর থেকে প্রশংসা পাবেন আজ। তাতে মন খুশি থাকবে। ব্যবসায়ীদেকর আজ সঞ্চয়ে মন দেওয়া প্রয়োজন। পাশাপাশি অর্থ চুরিরও আশঙ্কা আছে। বন্ধু বা প্রিয়জনের সঙ্গে ঘুরতে যেতে পারেন। তাতে মন ভাল থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।