Masik Rashifal 2025: তুঙ্গে উঠবে প্রেম, কর্মস্থলে সঙ্কট কাদের ? ২০২৫-এর জানুয়ারি মাস কেমন কাটবে আপনার ?
Astrology: ২০২৫। নতুন বছর। বছরের শুরুর মাসটাই কেমন কাটবে ? দেখে নিন মেষ-কন্যার রাশিফলে...
মেষ রাশি (Mesh Rashi)- ২০২৫-এর প্রথম মাস জানুয়ারিতেই ধনলাভ হবে মেষ রাশির জাতকদের। সম্পত্তি কেনার যোগ তৈরি হতে পারে। বছরের শুরুতেই নতুন গাড়ি কিনতে পারেন। পরিবারে সুখ থাকবে । পুজোপাঠ হবে। প্রেমজীবনে থাকবে রোম্যান্স। বিবাহিত জীবনেও খুশি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সামাজিক কাজে যোগ দিতে পারেন। আয় বাড়বে। খরচ নিয়ন্ত্রণে থাকবে। চাকরিতে এবার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরা শুরুতেই বড় লাভ করতে পারেন। আপনি দানধ্যান ও পুণ্যির কাজ করবেন। স্বাস্থ্যে ওঠা-নামা লেগে থাকবে।
বৃষ রাশি (Brisha Rashi)- জানুয়ারি ২০২৫ খুশি নিয়ে আসবে বৃষ রাশির জাতকদের জন্য। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন এবং ভালবাসা পাবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে এবং পারস্পরিক ভালবাসা বাড়বে। সন্তান হওয়ার খবর পেতে পারেন। প্রেমজীবনে কিছু ছোটখাটো বিবাদ হতে পরে। প্রেমের সম্ভাবনাও তৈরি হবে। যাঁরা কর্মরত তাঁদের কাজের চাপ থাকবে, তবে তৃতীয় সপ্তাহ থেকে তা কমে যাবে।
মিথুন রাশি (Mithun Rashi)- জানুয়ারিতে দীর্ঘ ভ্রমণের সুযোগ মিলবে। ভাগ্য আপনাকে সঙ্গ দেবে। মাসের শেষে কাজের চাপ থাকতে পারে। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দেবে। কারো সঙ্গে কড়া শব্দ ব্যবহার করবেন না। অন্যথা আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাইবোনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সমন্বিত প্রচেষ্টা চালান। ব্যয় বাড়বে, আয়ও ভালো হবে। প্রেমজীবনের জন্য মাসটা ভালো কাটবে। তবে, মাসের শুরুতে অল্প সমস্যা হতে পারে বিবাহিতদের। স্বস্তি পাওয়ার জন্য তৃতীয় সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে। ছোটখাট শারীরিক সমস্যা হতে পারে।
কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে বিবাহিত জীবনে ভাল ফল পাবেন, তবে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বিবাদ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠা-নামা থাকবে। প্রেমজীবনে উন্নতি। একে অপরের মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে এবং বিবাহের সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের কাজের চাপ থাকবে। কিন্তু, কাজ ভালো হবে। অফিসে সিনিয়ররা আপনাকে সাহায্য করবেন। ব্যবসায় নতুন চুক্তি করার সুযোগ হতে পারে। খরচ বেশি হবে। কিন্তু, আয়ও বাড়বে।
সিংহ রাশি (Singha Rashi)- সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু, তৃতীয় সপ্তাহ থেকে অবনতি হতে পারে। খরচ বাড়তে পারে। চাকরিতে আপনার অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে খুশি থাকবে। ব্যবসায়ীদের জন্য ভালো মাস। প্রেমজীবনে ওঠা-নামা লেগে থাকবে। বিবাহিত জীবনের জন্য ভালো সময়। রোম্যান্টিক সম্পর্ক কাটবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
কন্যা রাশি (Kanya Rashi)- জানুয়ারি মাসে কেরিয়ারে ভালো ফল পাবেন কন্যা রাশির জাতকরা। বসের সঙ্গে ঝগড়া এড়াতে পারলে সব ঠিকঠাক চলবে। পরিশ্রমের দিকে নজর দিতে হবে ব্যবসায়ীদের। তাহলে কাজ দ্রুত হবে। তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ হতে পারে। স্বাস্থ্যে ওঠা-নামা লেগে থাকবে। প্রেমজীবনের জন্য মাসটা ভালো। রোম্যান্সের ভাল যোগ তৈরি হবে। বিবাহিতদের ওঠা-নামার মুখোমুখি হতে হবে। আয় বাড়বে। খরচও হবে। তবে, আপনার বেশি সমস্যা হবে না।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।