Abhishek Banerjee | বিজেপি সাংসদকে সাপ বলে আক্রমণ করলেন অভিষেক
ABP Ananda LIVE | গতকাল ব়্যাম্পে ভূত হাঁটালেন, আক্রমণ করলেন, আজ আলিপুরদুয়ারে চা শ্রমিকদের সভায় বিজেপি সাংসদকে সাপ বলে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উত্তর এসেছে বিজেপির তরফেও। এর পাশাপাশি নজর রাখব সন্দেশখালিতে, আক্রান্ত পুলিশ।
আরও খবর....
দুর্গম, বিচ্ছিন্ন জনবসতি বা বনাঞ্চল এলাকায় বিশেষ শুনানির ব্যবস্থা কমিশনের । ১২টি জেলার DEO-দের প্রস্তাব নির্বাচন কমিশনের। 'প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে'। 'শুনানি যেন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয় সেই দিকে নজর রাখতে হবে'। 'বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে বাইরের হস্তক্ষেপ বরদাস্ত নয়'। 'নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গতা যেন বজায় থাকে শুনানি কেন্দ্রে'।
'আক্রান্ত' কমিশনের পর্যবেক্ষক, ডিজির রিপোর্ট তলব কমিশনের। মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলা-বিক্ষোভের রিপোর্ট তলব। ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, নির্দেশ কমিশনের। 'পরিদর্শনের সময় কমিশনের পর্যবেক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে'। রাখতে হবে পর্যাপ্ত পুলিশ কর্মী সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারকেও, নির্দেশ কমিশনের। ২৯ ডিসেম্বর: মগরাহাটে দফায় দফায় বিক্ষোভের মুখে রোল অবজার্ভার সি মুরুগান। ২৯ ডিসেম্বর: সি মুরুগানের গাড়িতে চড়াও, ভাঙা হয় ডোর লক।






























