Ajker Rashifal 19 July: শনিবারই পর পর রাজযোগ, উজাড় করা আশীর্বাদ বড়ঠাকুরের, টাকায় পকেট ভরবে এই রাশিদের!
Saturday Horoscope: শনিবারের দিনটি কেমন কাটতে চলেছে?

আজকের রাশিফল: জ্যোতিষ গণনা অনুযায়ী এ বছরের শ্রাবণ মাসে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে, যা পাঁচ রাশির জাতকদের জীবনের নতুন দিগন্ত খুলে দেবে।
জ্যোতিষ গণনা অনুযায়ী শ্রাবণ মাসে সূর্য ও বুধের যুতির ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। অন্য দিকে শুক্র স্বরাশি বৃষে উপস্থিত থেকে মালব্য রাজযোগ তৈরি করবে। আবার ২৬ জুলাই মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্রের যুতি হওয়ায় গড়ে উঠবে গজলক্ষ্মী যোগ। শ্রাবণ মাসে মঙ্গল ও চাঁদের যুতি হবে সিংহ রাশিতে, যার ফলে ধন যোগও তৈরি হবে। শিবের প্রিয় মাসে শিবের এই দুর্লভ সংযোগ পাঁচ রাশির জাতকদের জন্য লাভবান প্রমাণিত হবে। কেরিয়ারে উন্নতি, সাফল্যের যোগ রয়েছে। ভালো পরিমাণে ধনলাভ হতে পারে এই রাশির জাতকদের। এ সময় কেরিয়ারে উন্নতি হবে। ছাত্রছাত্রীদের জন্যও এই সময়টি অত্যন্ত ভালো। শ্রাবণের শুভ যোগে কোন কোন রাশির উন্নতি হবে?
মেষ রাশি- মেষ রাশির জাতকদের আজকের দিনটি কেরিয়ারের দিক দিয়ে খুবই ভালো। আটকে থাকা কাজে রুচি থাকবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রদর্শন করে সকলকে চমকে দেবেন। পুরনো আটকে থাকা ডিল চূড়ান্ত করার সুযোগ পাবেন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা আজ মিশ্র পরিণাম লাভ করবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সদস্যদের সহযোগিতায় কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারবেন। প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ সম্ভব। সমস্ত কাজে উৎসাহের সঙ্গে অগ্রসর হবেন। মনের মধ্যে কোনও কথার কারণে চিন্তিত থাকবেন।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ব্যক্তিগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। মান-সম্মান ও প্রতিষ্ঠার কথা শুনে মন প্রসন্ন হবে। যাত্রার সুযোগ পাবেন। আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের আজকের দিনে স্বাস্থ্য সমস্যা থাকবে। পরিজনদের সঙ্গে বিবাদের সমাধান হবে। ভুল সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, যে কারণে চিন্তিত থাকবেন। তাড়াহুড়ো ও আবেগপ্রবণতায় কোনও সিদ্ধান্ত নেবেন না।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা আজ মিশ্র পরিণাম পাবেন। কাজকর্মের গতি বাড়বে। দাম্পত্য জীবনে আগত বাধা দূর হবে। সম্পর্কে মাধুর্য বজায় থাকবে। জমি-বাড়ি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হতে পারে। চাকরিজীবী জাতকরা একাগ্রতা ও পরিশ্রমের সঙ্গে কাজ করবেন। রাজনীতির সঙ্গে যুক্ত জাতকরা পদ লাভ করবেন।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা আজ কঠিন পরিশ্রম করবেন। চাকরিতে ভালো প্রদর্শন করে আধিকারিকদের মন জয় করতে সফল হবেন। ব্যবসায় ঝুঁকি নেবেন না। কাউকে টাকা ধার দেবেন না। কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যয়ের কারণে চিন্তিত হবেন।
তুলা রাশি- তুলা রাশির জাতকরা আজ ইতিবাচক পরিণাম পাবেন। যাত্রার সময় গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। চাকরিজীবী জাতকরা মন দিয়ে আধিকারিকদের কথা শুনুন। তার পরই কোনও কাজে হাত দেবেন। পারস্পরিক সহযোগিতার আবেগ বৃদ্ধি পাবে। কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা অবশ্যই পূরণ করুন। ব্যক্তিগত চেষ্টায় এগিয়ে থাকবেন।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের সুখ-সুবিধা বৃদ্ধি পাবে আজ। আয় বৃদ্ধির ফলে মন প্রসন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও মনোমালিন্য চললে তা এবার দূর হবে। একে অপরের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। নিজের ও অন্যের কাজেও মনোনিবেশ করবেন। ভুল সিদ্ধান্ত নেবেন না। কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন।
ধনু রাশি- ধনু রাশির যে জাতকরা সামাজিক ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে জড়িত, তাঁদের জন্য আজকের দিনটি ভালো। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। আটকে থাকা কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন। যে কারণে স্বাস্থ্যের বিষয় যত্নবান হতে পারবেন না। বহিরাগত ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা থেকে বিরত থাকুন। নতুন যোগাযোগের দ্বারা ভালো লাভ অর্জন করতে পারবেন।
মকর রাশি- মকর রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। পারিবারিক সম্পর্কে অবসাদ দূর হবে। ধনবৃদ্ধির ফলে মন প্রসন্ন হবে। বন্ধুর কাছ থেকে লগ্নি সংক্রান্ত প্রকল্পের বিষয় তথ্য পেতে পারেন। পরিবারে অতিথি আগমন হবে। ব্যয় বাড়তে পারে।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আটকে থাকা প্রকল্পের কাজ অগ্রসর হবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। গোপন প্রতিভা সকলের সামনে আসবে, যা আপনাদের ভালো মুনাফা প্রদান করবে।
মীন রাশি- মীন রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়ে পরিপূর্ণ থাকবে। ভেবেচিন্তে লগ্নি করবেন। লেনদেনে নিয়ন্ত্রণ বজায় রাখুন, তা না-হলে লোকসান হতে পারে। আকস্মিক ব্যয় বৃদ্ধির ফলে চিন্তিত থাকবেন। কাজের সন্ধানে রয়েছেন যাঁরা, তাঁরা ভালো চাকরি পেতে পারেন। ব্যবসায় মনোনিবেশ করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















