Messi In Kolkata। কলকাতায় মেসি, আর্জেন্তিনার বিশ্বকাপজয়ীকে ঘিরে উন্মাদনা তুঙ্গে, কী কী চমক থাকছে?
Lionel Messi: কলকাতায় তিনি এর আগেও এসেছেন। ২০১১ সালে। তবে তখন তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিমান মুখ ছিলেন। আধুনিক ফুটবলের মহীরূহ হয়ে ওঠেননি। এখন তিনি কিংবদন্তি। জোড়া কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর সেই লিওনেল মেসি ফের আসছেন কলকাতায়। শুক্রবার গভীর রাতে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক পা রাখছেন শহরে। শনিবার সকাল থেকে এক ঝাঁক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। মেসি-বরণে থাকছেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়-মেসি সাক্ষাৎ যুবভারতী স্টেডিয়ামে!
কলকাতা বন্দরে নাম বাদ পড়তে পারে ৬৩ হাজার ৭৩০ জনের !
ভবানীপুর : বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম। নন্দীগ্রাম : প্রায় ১০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা। বালিগঞ্জ : বাদ পড়তে পারে ৬৫ হাজার ১৭০ জনের নাম। কলকাতা বন্দর : ৬৩ হাজার ৭৩০ জনের নাম বাদ পড়তে পারে। রাসবিহারী : ৪২ হাজার ৫১৯ জনের নাম বাদ পড়তে পারে। চৌরঙ্গি : বাদ পড়তে পারে ৭৪ হাজার ৫৫৩ জনের নাম। জোড়াসাঁকো : বাদ পড়তে পারে ৭২ হাজার ৯০০ জনের নাম। কসবা : ৫৮ হাজার ২২৭ জনের নাম বাদ পড়ার সম্ভাবনা। রাজারহাট-গোপালপুর : ৪৭ হাজার ৬০৪ জনের নাম বাদ পড়ার সম্ভাবনা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম

















