ভাল হবে কীসে ? বিনিয়োগের সুফল মিলবে শুক্রবারে ? দেখুন কী বলছে রাশিফল
Rashifal : বিশেষ যোগ নির্মাণের সূচনা হতে পারে ২৮ জুন শুক্রবার। বৃষ, মিথুন, ধনু রাশির জন্য কালকের দিনটি হতে পারে বিশেষ। বারোটি রাশির ভাগ্যে কী আছে কাল? কী বলছে রাশিফল। (Horoscope Tomorrow)
মেষ রাশি - কালকের রাশিফল (Mesh Rashi)
কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন কাল। তবে শুনতে পারেন কোনও সুখবরও। মায়ের শারীরিক অবস্থার কারণে চিন্তাতেও ভুগতে হতে পারে। পুরনো কোনও রোগ নতুন করে মাথাচাড়া দিতে পারে। ব্যবসায় ভাল লাভ হওয়ার যোগ রয়েছে। কোনও সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে ভাল হতে পারে। পড়ুয়ারা নিজেদের পড়াশোনা নিয়ে সতর্ক থাকুন।
বৃষ রাশি - কালকের রাশিফল (Brisha Rashi)
কাল বৃষ রাশির জন্য সাফল্যের দিন হতে পারে। তবে নতুন কোনও কাজের শুরু করতে চাইলে বাড়ির বয়স্ক সদস্যদের পরামর্শ অবশ্যই মেনে চলুন। কর্মক্ষেত্রে ভাল কিছু করে দেখানোর দিন শুক্রবার। টাকাপয়সা আমদানি হতে পারে। খবর আসতে পারে চাকরিরও। অংশীদারিত্বে কোনও কাজ করলে ভেবেচিন্তে করুন। পড়ুয়াদের মানসিক চিন্তা লাঘব হতে পারে কাল। কোনও পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর সাক্ষাৎ হতে পারে। এতে আপনার ভালই হবে।
মিথুন রাশি - কালকের রাশিফল (Mithun Rashi)
ব্যবসায় বড় কোনও উপলব্ধি হতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের। সিদ্ধান্ত নেওয়ার আগে সদা সচেতন থাকুন। কারো কথায় প্রভাবিত হবেন না। প্রতিবেশীদের কোনও ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন। চিন্তায় ডুবে থাকলে নিজের কাজে তা প্রভাবিত হতে পারে। তাই কাজে মন দিন আগে। কোনও কাজে অবহেলা করলে পরে ভুগতে হতে পারে। পরিবারে হতে পারে মনোমালিন্য।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
কাল নতুন কোনও কাজ শুরু করতে পারেন। চাকরি সম্পর্কে কোনও মতভেদের মুখোমুখি হতে পারেন। নতুন কাজের ব্যাপারে চিন্তা তো করবেনই। পুরনো কাজের দিকে চিন্তা করতে হবে একইসঙ্গে। কোনও কাজ বা চুক্তি দীর্ঘসময় ধরে আটকে থাকলে তাও চূড়ান্ত হয়ে যেতা পারে । শুধু কারো সঙ্গে বাদ-বিবাদে জড়াবেন না। পার্টনারের সঙ্গে মনের কথা বলার অবকাশ পাবেন শুক্রবার।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
গোটা দিন ভেবেচিন্তে কাজ করতে পরামর্শ দিচ্ছে আপনার রাশিফল। কোনও পুরনো বিনিয়োগের কারণে লোকসানের মুখোমুখি হতে পারেন। সঙ্গদোষ কাটিয়ে পড়াশোনায় নজর দিন পড়ুয়ারা। পরিবারের সমস্যা আলোচনায় বসে মেটান। প্রেমজীবনে সমস্যা দেখা দিতে পারে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
খাওয়াদাওয়ার দিকে নজর দিন। পেটের সমস্যা ভোগাতে পারে। নিজের কাজে তৃতীয় কারো শলাপরামর্শে ভরসা না করাই ভাল। কোনও ভুল পরামর্শ চলে আসতে পারে আপনার কাছে। পরিবারে কারও বিবাহ হতে পারে। ফলে পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। সন্তানের চাকরি নিয়ে চিন্তায় ? ভাল খবর আসতে পারে। কারো প্রতি কোনও ঈর্ষা বা দ্বেষ ভাব নিয়ে চলবেন না।
তুলা রাশি -কালকের রাশিফল (Tula Rashi)
কাল চিন্তায় থাকতে হতে পারে কোনও কারণে। সময়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কখনও সখনও। জীবনসঙ্গীর সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে। প্রশাসনিক বিষয়ে অহেতুক নাকগলানো থেকে বিরত থাকতে হবে। কোনও আইনি সমস্যায় পড়তে পারেন, ফলে ভুগতে হতে পারে। বিদেশে ব্যবসার কাজ করেন যাঁরা তাঁদের বিশেষ সতর্ক থাকতে হবে। কোনও কাজে ভাল ফলের কারণে মন ভাল থাকবে আপনার। বাবা-মায়ের আশীর্বাদে অনেক সমস্যার সুরাহাও হতে পারে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
কাল ক্ষতিকর হতে পারে। ভাই-বোনের পূর্ণ সহযোগিতা পাবেন, তবে কোনও কাজ নিজের মর্জিমতো করার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও বিষয়ের উপর নজর দিন। পুরনো শে্য়ারে বিনিয়োগ থাকলে লাভ হতে পারে। তবে নতুন বিনিয়োগের আগে অবশ্যই নজর দিন। সম্পত্তি বিষয়ক কোনও চুক্তি চূড়ান্ত হয়েও না হতে পারে। যাতে মনে চিন্তা থাকবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
আর্থিক দিক থেকে শুক্রবার ধনু রাশির জন্য শুভ। ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা এবং পারিবারিক সমস্যার দিকে নজর দিতে হবে আপনাকে। আপনার থেকে কেউ পরামর্শ চাইলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিরোধীদের কোনও পদক্ষেপ থেকে সতর্ক থাকুন। পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাতের সম্ভাবনা। সন্তানকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে সময়ে পূরণ করুন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
অন্য দিনের কালকের দিন ভাল কাটবে। কোনও আর্থিক সাহায্য কারো থেকে চাইলে মিলতে পারে কাল। কোনও গবেষণামূলক কাজের ব্যাপারে কাল ভাবতে পারেন। আয়ের নতুন দিক দেখা দরকার আর আর্থিক স্থিতির উপর নজর দেওয়ার প্রয়োজন। আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে স্বাস্থ্যের উপর পড়তে পারে। বাড়িতে কোনও মঙ্গলকাজের পরিবেশ থাকবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
বিরোধীদের থেকে সতর্ক থাকুন। আর্থিক স্থিতি নিয়ে চিন্তায় পড়তে হতে পারে কাল। সন্তানকে নিয়ে কোনও চিন্তা ? দূর হতে পারে কাল। বন্ধু কোনও বিনিয়োগের ব্যাপারে পরামর্শ দিলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পড়ুয়ারা পড়াশোনাতেই নজর দিলে ভাল। মনে যে সমস্যা চলছে, তা নিয়ে চিন্তান্বিত থাকবেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া দরকার মীন রাশির জাতকদের। কোনও গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। অংশীদারি ব্যবসায় কোনও গরমিল না হয়, সেটা নজর রাখার দায়িত্ব আপনার। কোনও সম্পত্তি সংক্রান্ত চুক্তি যদি করে থাকেন, তা চূড়ান্ত করে নিতে পারেন। কোনও বিষয় নিয়ে চিন্তান্বিত ? টেনশন দূর হতে পারে শুক্রবার। ভ্রমণ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।