Terrorist News:খাগড়াগড়কাণ্ডে জড়িত জঙ্গিরাই কি মদত দিচ্ছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের?চাঞ্চল্যকর তথ্য
ABP Annda LIVE : আনসারুল্লা বাংলার সক্রিয়তার নেপথ্যে খাগড়াগড়ের জেলবন্দি! জেল থেকেই ABT-র মডিউলে সক্রিয় খাগড়াগড়ের বন্দি JMB জঙ্গি! আনসারুল্লা বাংলার অস্ত্র-বিস্ফোরক জোগাড়ের নেপথ্যেও জেলবন্দি! বাংলা-অসম-কেরলে জঙ্গি গ্রেফতারে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য: সূত্র। খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত বন্দি তারিকুল ইসলাম। জেল থেকেই ABT-র সক্রিয়তার নেপথ্যে তারিকুল, সন্দেহ গোয়েন্দাদের। জঙ্গি যোগের অভিযোগে অসম থেকে গ্রেফতার নুর ইসলাম মণ্ডল। একবার নয় ২-৩বার ফালাকাটায় গিয়ে বৈঠক করেছিল নুর ইসলাম মণ্ডল। কাদের সঙ্গে কী উদ্দেশ্যে আলিপুরদুয়ারে গিয়ে বৈঠক? খুঁজছেন তদন্তকারীরা: সূত্র।
আরও খবর,
অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে মগজধোলাই? পড়াশোনা করানোর নামে জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সম্প্রতি, অসম STF-এর 'অপারেশন প্রঘাতে' গ্রেফতার হয়েছে আনসারুল্লা বাংলা টিমের ১২ কুখ্যাত জঙ্গি। ধৃতদের মধ্যে রয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুই বাসিন্দা আব্বাস আলি এবং মিনারুল শেখ। এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসা-যোগ। অভিযোগ, হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। জানা গেছে, ধৃত মিনারুল শেখের বাড়ি থেকে আব্বাসের এই অনুমোদনহীন মাদ্রাসার দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। তা সত্ত্বেও সেখানেই ছেলেকে ভর্তি করেছিল ধৃত আরেক জঙ্গি মিনারুল। স্থানীয়দের দাবি, নিয়মিত সেখানে যাতায়াত ছিল মিনারুলের।তদন্তকারীদের মনে প্রশ্ন জেগেছে, এভাবেই কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে ব্য়বহার করত জঙ্গিরা? মগজধোলাইয়ের পাশাপাশি কি জঙ্গিদের বৈঠকও হত অনুমোদনহীন মাদ্রাসায়?