Astro Tips : গণেশচতুর্থীর এই শুভদিনে করা যেতে পারে এই শুভকাজটি, তাও এই সময়ের মধ্যে
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১ আশ্বিন, ১৯ সেপ্টেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ২৭ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৩৫ মিনিট
বারবেলাদি- ৬:৫৮ গতে ৮:২৯ মধ্যে ও ১:২ গতে ২:৩৩ মধ্যে
কালরাত্রি- ৭:৪ গতে ৮:৩৩ মধ্যে
যাত্রা- শুভ উত্তরে নিষেধ, দিবা ৭:২০ গতে যাত্রা নেই, দিবা ৮:২৯ গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে নৈর্ঋতে ও অগ্নিকোণে নিষেধ (ব্যবহারিক অগস্ত্যদোষ), দিবা ১০:৫৬ গতে মাত্র উত্তরে নিষেধ, দিবা ১২:২২ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- দিবা ১০:৫৬ মধ্যে দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- সমাজে সম্মান ও প্রতিপত্তি পেতে পারেন। অংশীদারি ব্যবসার জন্য ভাল সময় এটি। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন।
বৃষ- ব্যবসার হঠাৎ কোনও পরিবর্তন আনবেন না। পুরনো পদ্ধতিতেই কাজ চালিয়ে যান। সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে।
মিথুন- বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভেবে নিন। হারিয়ে যাওয়া কোনও জিনিস খুঁজে পেতে পারেন। মানসিক শান্তি পাবেন এদিন। পেটের দিকে খেয়াল রাখুন।
কর্কট- অর্থ উপার্জনের সুযোগ আসবে। কোনও কাজের মাধ্যমে সুনাম ফিরে আসতে পারেন। শিক্ষাক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
সিংহ- কোনও কারণে মন অশান্ত হবেন। পরিবারের জন্য় আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
কন্যা- আপনি আপনার কাজের জন্য পুরস্কৃত হবেন। ব্যবসায় অগ্রগতি হবে। আলস্য ত্যাগ করতে হবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।
তুলা- এদিন কোনও সুসংবাদ পেতে পারেন। এদিন বড়সড় কোনও লেনদেন হবে না। কোনও সমস্যায় কাজ আটকে থাকলে দ্রুত সেটি সমাধান হয়ে যাবে। আটকে থাকা টাকা হাতে আসবে।
বৃশ্চিক- এদিন দিনটি ভাল যাবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি পেতে পারেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। ইতিবাচক উপায়ে পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। বেলাগাম খরচ করবেন না। নয়তো আর্থিক টানাপড়েন হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন করবেন। কর্মক্ষেত্রে কোনও চাপের সম্মুখীন হতে পারেন।
মকর- যাঁরা কাজের খোঁজ করছেন, তাঁরা চাকরি পেতে পারেন। নতুন চাকরি আসতে পারে। বেতন বেশি হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কোনও কারণে খরচ বাড়তে পারে।
কুম্ভ- আবহাওয়া সংক্রান্ত কারণে রোগভোগ হতে পারে। সামান্য সমস্যাকেও উপেক্ষা করবেন না। কারও কাছ থেকে টাকা ধার নিয়ে রাখলে তা ফেরত দিতে পারবেন। সন্তানের কারণে গর্ব অনুভব করতে পারবেন।
মীন- এদিন কোনও কারণে ঝামেলা হতে পারে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। কোনও তথ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। বিবাহিত জীবনে সমস্যার সমাধান হবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)