Astro Tips : আজ দিনের কোন সময়ে করতে পারেন শুভকাজ ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৮ জ্যৈষ্ঠ, ২ জুন -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৫ মিনিট
বারবেলাদি- ৮:১৫, গতে ১১:৩৫ মধ্যে
কালরাত্রি- ৮:৫৫, গতে ১০:১৬ মধ্যে
যাত্রা- নেই, প্রাতঃ ৫:১০ গতে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ, প্রাতঃ ৫:২৭ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- বিক্রয়বাণিজ্য, বৃক্ষাদিরোপণ-সহ অন্যান্য
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি:বন্ধুর সঙ্গে আড্ডার সুযোগ রয়েছে এদিন। কারও থেকে ধার করা টাকা ফেরত দিতে হতে পারে। তার জন্য আপনার আর্থিক স্থিতিশীলতায় ধাক্কা লাগতে পারে। পরিবারের সদস্যের থেকে ভাল খবর পাবেন। কোনও ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে।
বৃষ রাশি: এদিন আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এদিন জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে কোনও দামি জিনিস কিনতে পারেন। তার জন্য অবশ্য হাতে টাকার টানাটানি তৈরি হবে। ঘরোয়া সমস্যার দিকে নজর দিন। সঙ্গীর সঙ্গে ছোটখাট বিষয়ে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে কারও থেকে সাহায্য মিলবে।
মিথুন রাশি: গুরুত্বপূর্ণ কারও সঙ্গে যোগাযোগ। তাঁর মাধ্যমে কোনও প্রয়োজনীয় পরামর্শ মিলতে পারে আপনার। যার ফলে আর্থিক ক্ষেত্রে লাভের মুখ দেখবেন। বন্ধুদের থেকে ভাল ব্যবহার পাবেন। তার জন্য মন ভাল থাকবে আপনার।
কর্কট রাশি: কাজের ক্ষেত্রে ভাল দিন। সব কাজ ঠিকমতো মেটাতে পারবেন। তবে এদিন সব দিক দিয়ে ভাল নয়। আর্থিক পরিস্থিতির দিকে নজর রাখুন। খরচ কমান। পারিবারিক কোনও অনুষ্ঠানের কেন্দ্রে থাকবেন আপনি। ঘনিষ্ঠ কারও সঙ্গে কাছাকাছি কোথাও যেতে পারেন। কাজের ফাঁকে অবসর মিলবে।
সিংহ রাশি: এ দিন পছন্দমতো কিছু করতে পারেন। তাতে আনন্দ পাবেন। চটজলদি রোজগারের লক্ষ্য থাকবে আপনার। সন্ধের দিকে ভাল কোনও খবর পেতে পারেন। প্রেমে পড়তে পারেন আপনি। সৃজনশীলতার জন্য প্রশংসা পাবেন। পুরষ্কারও মিলবে।
কন্যা রাশি: নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। হঠাৎ মাথা গরম করে কোনও পদক্ষেপ নেবেন না। তর্ক-বিতর্ক এবং ঝগড়া থেকে দূরে থাকুন। বিনিয়োগ নিয়ে ভাবা শুরু করুন। কেউ আপনাকে বিরক্ত করলে তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করুন। ভবিষ্যতে কাজে লাগবে এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করুন।
তুলা রাশি: শরীরের খেয়াল রাখতে হবে। কোনওরকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে বেশিদিন তা স্থায়ী হবে না। জমি-সংক্রান্ত কোনও বিষয়ে এদিন ব্যস্ত থাকতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরামর্শ শোনা হবে, আপনার কথা মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৃশ্চিক রাশি: শরীরচর্চা দিয়ে দিন শুরু করুন। মানসিক ভাবেও ভাল থাকবেন। কর্মক্ষেত্রে কোনও সহকর্মী আপনার কোনও মূল্যবান দ্রব্য নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সতর্ক থাকুন, কড়া নজর রাখুন। কাজের দিক দিয়ে এ দিন চাপ থাকবে, ক্লান্ত হতে পারেন। যদিও বন্ধুরা পাশে থাকায় মন ভাল থাকবে। যতটা সম্ভব চুপ করে থাকুন। কোনও মন্তব্য করবেন না।
ধনু রাশি: এ দিন বিশেষ দিন। কোনও লক্ষ্য পূরণ করতে পারেন এ দিন। আর্থিক অবস্থার উন্নতি হবে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন। প্রেমিক বা প্রেমিকার থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবে।
মকর রাশি: আপনার ব্যক্তিত্বের কারণে আপনার প্রতি আকৃষ্ট হবেন অনেকে। দিনের শুরুটা ভালই হবে, তবে দিনের শেষে হঠাৎ খরচ হতে পারে। ইতিবাচক মানসিকতার জন্য পরিবারের সদস্যের পাশে দাঁড়াতে পারবেন। কাজকে গুরুত্ব দিন, তারপরেই নিজের জন্য অবসর সময় বের করুন।
কুম্ভ রাশি: আপনি পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। আপনার বাবা হঠাৎ সম্পত্তি থেকে আপনার নাম সরিয়ে দিতে পারে। তবে মাথা ঠান্ডা রাখুন। চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে। বাবা-মায়ের ভরসা জেতার চেষ্টা করুন।
মীন রাশি: এদিন খরচ হয়ে যেতে পারে। যদিও তা নিয়ে চিন্তা করবেন না। আপনার হাতে টাকার জোগানও থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। বোঝাপড়া বা হবে। ঘরেও শান্তি বজায় থাকবে। এদিন কারও বক্তব্য শুনে কোনও ভাল পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে।