Astro Tips : সকাল সকাল কাজে বেরোচ্ছেন, কিন্তু দিনটি কেমন ? কোনও শুভকর্ম করা যায় ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের (Marriage) অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২ আশ্বিন, ২০ সেপ্টেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ২৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৩৫ মিনিট
কালবেলাদি- ৮:৩০ গতে ১০:০ মধ্যে ও ১১:৩১ গতে ১:২ মধ্যে
কালরাত্রি- ২:৩০ গতে ৩:৫৯ মধ্যে
যাত্রা- নেই, দিবা ১:২ গতে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ
শুভকাজ- পুণ্যাহ বৃক্ষাদিরোপণ ধান্যরোপণ, দিবা ১০:৪৯ মধ্যে মুখ্যান্নপ্রাশ্ন হলপ্রবাহ বীজবপন, দিবা ১১:৩১ মধ্যে বিক্রয়বাণিজ্য গোবিক্রয়াদি, দিবা ১:২ গতে (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন) দেবতাগঠন নৌকাচালন নৌকাযাত্রা ক্রয়বাণিজ্য কারখানারম্ভ কুমারীনাসিকাবেধ, দিবা ১০:৪৯ গতে দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- আজ দিনটি ইতিবাচক। দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে উঠবেন। ব্যবসায় কীভাবে লাভ করা যায় তা নিয়ে পুরনো বন্ধু মূল্যবান উপদেশ দিতে পারেন। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটালে দিনটি আনন্দে পেরোবে। যোগ্য কর্মীরা প্রোমোশন ও বেতন-সংক্রান্ত 'পুরস্কার' পেতে পারেন। সৃষ্টিশীল কাজে সময় কাটান।
বৃষ- প্রভাবশালীদের সমর্থনে উৎসাহিত বোধ করবেন। ব্যবসায় লাভে মুখে হাসি ফুটবে ব্যবসায়ীদের। পরিবারের সদস্যরা আপনার হৃদয়ে রয়েছেন। ভালবাসার ক্ষেত্রে, ছোটখাট বিষয়ে ভুলে ক্ষমায় নজর দিন। সঠিক মানুষের সান্নিধ্যে থাকলে কেরিয়ারে উন্নতি। হাতে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও, যে কাজে সন্তুষ্টি পান তাতে নিযুক্ত হওয়া কষ্টসাধ্য ঠেকবে।
মিথুন- স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, কারণ অতিরিক্ত উদ্বেগ আপনার অসুস্থতাকে আরও খারাপ করতে পারে। অভাবী কাউকে সাহায্য করে স্বস্তি পাবেন। সামাজিক সমাবেশে যোগদানের সুযোগ তৈরি হতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে। প্রেমের জীবন আজ একটি উল্লেখযোগ্য মোড় নিতে পারে, সঙ্গীর সঙ্গে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা। দিনটি ক্লান্তকরভাবে শুরু হতে পারে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে ইতিবাচক দিক বেরিয়ে আসবে। দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন।
কর্কট- দ্রুত পদক্ষেপে দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হতে পারে। আর্থিক প্রতিবন্ধকতা কাটতে পারে। যাঁরা আপনাকে ভালবাসে, যত্ন নেন তাঁদের সঙ্গে যুক্তিসঙ্গত থাকার চেষ্টা করুন। কিছু করার আগে নিশ্চিত থাকুন যে এটি আপনার কাজের উপর প্রভাব ফেলবে না এবং কেউ আপনার দয়ার সুযোগ নিচ্ছে না। ভাগ্যক্রমে, আপনি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কিছু সময় নিজের জন্য বের করতে পারবেন। কোনও আত্মীয় আজ আপনাকে অবাক করে দিতে পারেন।
সিংহ- প্রচুর এনার্জি থাকবে। ঝুলে থাকা কাজ শেষ করার জন্য এটা চমৎকার সময়। দীর্ঘমেয়াদি আর্থিক লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। যদি কোনও কারণে আপনার উপর চাপ বা বোঝা থাকে, তা আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, প্রস্তুত থাকুন; আপনার যথেষ্ট আত্মবিশ্বাস আপনাকে নতুন পরিচিতি এবং বন্ধু তৈরি করতে সাহায্য করতে পারে। স্ত্রীর কাছ থেকে আজ প্রচুর ভালবাসা পাবেন।
কন্যা- আপনার ব্যক্তিত্ব আজ একটি মনোমুগ্ধকর আভা প্রকাশ করবে। ভাইবোনদের থেকে আজ আর্থিক সহায়তার অনুরোধ পেতে পারেন। আজকের দিনটি আনন্দে ভরা একটি দিন। কারও কারও বিয়ের ঘণ্টা বাজতে পারে। কেউ কেউ রোম্যান্টিক সম্পর্কে জড়াতে পারেন। অবসর সময় পেলে ধ্যান বা অন্তরের শান্তির জন্য ব্যয় করুন।
তুলা- বন্ধুদের সঙ্গে কাটানো এদিনের সন্ধ্যা উপভোগ্য হতে পারে। তবে, অতিরিক্ত খাওয়া বা ভারী মদ্যপানের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি আজ বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে অনেক অর্থ ব্যয় করতে পারেন। তাতেও অবশ্য আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়, চোখ-কান খোলা রাখুন। কারণ মূল্যবান অন্তর্দৃষ্টি পেতে পারেন।
বৃশ্চিক- যাঁরা চিন্তা না করেই অর্থ ব্যয় করছেন, তাঁরা এর গুরুত্ব এবার বুঝতে পারবেন। ডাকযোগে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা পুরো পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। কারণ, এটি আপনার ইমেজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতীতের বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের। ব্যস্ত সূচি থেকে ব্যক্তিগত কারণে কিছু সময় বের করে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে। ভুল বোঝাবুঝির কারণে আজ সমস্যা হতে পারে। তবে, খোলামেলা ও সৎ আলোচনায় তার সমাধান সম্ভব।
ধনু- ধৈর্য রাখুন। নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে সাফল্য নিশ্চিত করুন। কাউকে সাহায্য করে স্বস্তি পাবেন। আপনার উপর যে বোঝা আছে, তা কমাতে আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। কর্মক্ষেত্রে অতীতে দ্বন্দ্ব থাকা সহকর্মীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে পরিস্থিতি ভাল হতে পারে। তবে, কিছু কারণে কর্মস্থলে হতাশা আসতে পারে। তার পেছনে সময় ব্যয় না কারই ভাল। বিবাহিত জীবনে আজ সেরা দিন। ভালবাসার আসল মাধুর্য্য অনুভব করতে পারেন।
মকর- আপনি কিছু অনিবার্য পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে অস্বস্তি দেবে। সংযম বজায় রাখুন এবং পরিস্থিতি মোকাবিলায় তাড়াহুড়ো থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সমাবেশ এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য একটি শুভ দিন। প্রিয়জনকে ক্ষমা করতে এবং আপনার সম্পর্ককে লালন করতে ভুলবেন না। কর্মজীবনের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পেশাদার দক্ষতা ব্যবহার করুন। সীমাহীন সাফল্যের সম্ভাবনা রয়েছে। অবসর সময় বাড়ি পরিষ্কার এবং সংগঠনের কাজে লাগান।
কুম্ভ- যাঁরা মদ পান করেন, তাঁরা তা এড়ানোর চেষ্টা করুন। কারণ, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসায় লাভ ব্যবসায়ীদের মুখে আনন্দ ফোটাতে পারে। আপনার উদারতার সুযোগ যাতে সন্তানরা না নিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করুন। আজ নিঃশর্ত ভালবাসা দিতে পারবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের পক্ষে অসাধারণ। সঙ্গীর প্রতি গভীর ভালবাসা ও স্নেহ প্রকাশের সুযোগের সদ্ব্যবহার করুন।
মীন- আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরনোর চেষ্টা করুন। অফিস থেকে বেরিয়ে সেইসব কাজে জড়িয়ে পড়ুন যা আপনাকে আনন্দ দেয়। ভাইবোনদের সহযোগিতা আর্থিক লাভের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাঁদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। সতর্ক থাকুন, কারণ আপনি অনিচ্ছাকৃতভাবে ভুল করতে পারেন। ব্যবসায়ীদের জন্য, দিনটি অপেক্ষাকৃত রুটিনের হবে বলে মনে করা হচ্ছে। আত্মীয়ের প্রয়োজনে আপনাকে সময় বরাদ্দ করতে হবে। একাধিক মতবিরোধ আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।