Astro Tips : এই শুভকাজগুলি করতে পারেন আজ, কোন দিকে যাত্রা এড়িয়ে যাওয়া উচিত ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৬ জ্যৈষ্ঠ, ২১ মে -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১০ মিনিট
বারবেলাদি- ৯:৫৫, গতে ১:১৩ মধ্যে
কালরাত্রি- ১২:৫৫, গতে ২:১৬ মধ্যে
যাত্রা- শুভ পশ্চিমে নিষেধ, অপরাহ্ন ৫:৩৯ গতে উত্তরেও নিষেধ, রাত্রি ৯:১৫ গতে মাত্র পশ্চিমে নিষেধ
শুভকাজ- গাত্রহরিদ্রা, গ্রহপুজো, সাধভক্ষণ, বিবাহ, মুখ্যান্নপ্রাশন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- শরীর ভাল রাখতে ধেলাধুলো করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারবেন। অবাস্তব আবদারের সম্মুখীন হতে পারেন। প্রেমে নতুন অভিজ্ঞতা হবে। সামাজিক কাজে আগ্রহ থাকবে না আজ। নিজের বাড়িতেই অবসর সময় কাটান।
বৃষ- ইতিবাচক কাজে মন দিন। এতে আত্মবিশ্বাস বাড়বে। হিংসা, ঘৃণা, ভয়, প্রতিহিংসা পরায়ণ মনোভাবকে গুরুত্ব দেবেন না। কাউকে আর্থিক সাহায্য থেকে বিরত থাকাই ভাল। পছন্দের কাজে আজ মন দিতে পারেন। পরিবারের সদস্যদের কাজে সাহায্য করুন আজ। হঠাৎ ভ্রমণে ক্লান্ত বোধ করতে পারেন।
মিথুন- অমীমাংসিত কোনও কাজ আরও সমস্যা বাড়াতে পারে। প্রেমের জন্য দারুণ সময়। আধ্যাত্মিক বই পড়তে পারেন। এতে মনে প্রশান্তি আসবে। বিয়ের যোগ রয়েছে আজ। রাগ নিয়ন্ত্রণ করুন। পরিবারের বয়স্ক সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
কর্কট- শরীরচর্চা এবং ধ্যান করুন। এতে এনার্জি বাড়বে। আর্থিক দিকে থেকে সমস্যার মুখে পড়তে পারেন। ভালবাসার মানুষের জন্য আজ খরচ হতে পারে। প্রতি মুহূর্তে ভাল থাকার চেষ্টা করুন। নিজের হাতে রান্না করে খাওয়াতে পারেন সঙ্গীকে।
সিংহ- মানসিক শক্তির জোরে সব সমস্যা মেটাতে পারবেন। পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। সৃজনশীল কাজে মন দিন। নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। নিজের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে।
কন্যা- বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করুন। ইতিবাচক মনোভাবের ফলে সমস্যা সমাধান সহজ হবে। আর্থিক পরিকল্পনা করতে পরিবারের বর্ষীয়ান কারোর সঙ্গে আলোচনা করতে পারেন। শিক্ষার কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর প্রতি ভালবাসা প্রকাশ করুন।
তুলা- বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন। স্ত্রীর ভূমিকায় জীবনে ইতিবাচক মোড়। কঠোর শ্রমের মাধ্যমে জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলুন। ঘুম বেশি প্রয়োজন। সপ্তাহান্তে নিজের জন্য সময় পাবেন। সিনেমা দেখে, বন্ধুদের সঙ্গে সময় কাটান।
বৃশ্চিক- যাঁদের হার্টের অসুখ আছে, তাঁদের কফি না খাওয়াই ভাল। আয়ের বিকল্প রাস্তা খুঁজুন। প্রেমের সম্পর্কের জন্য ভাল দিন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। সপ্তাহের শেষে বাড়িতে কাজের থাকবে। নিজের জন্যও তার মধ্যে থেকে সময় বের করে নিন। দাম্পত্য জীবন সুখের হবে।
ধনু-দিনের শেষে দোটানায় ভুগবেন। ক্লান্ত বোধ করতে পারেন। অর্থ সঞ্চয়ের প্রয়োজন। নতুন কোনও ভাল খবর পেতে পারেন। ভাল মন্দ মিশিয়ে কাটবে প্রেমের জীবন। ভাইবোনের সঙ্গে সময় কাটবে আজ। সঙ্গীকে ভাল রাখতে নতুন কোনও চমক দিন।
মকর- হাসি মুখে সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের সদস্যদের ভাল রাখতে কাজে মন দিন। সঙ্গীর সময় কাটানোর পরিকল্পনায় বাধা হতে পারে গুরুত্বপূর্ণ কাজ। দাম্পত্যের গভীরতা অনুভব করবেন আজ। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে।
কুম্ভ- শান্তির জন্য মনের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। অর্থ উপার্জনে তৃপ্তির অনুভব করবেন। পরিবারের প্রতি নজর দিন। প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করুন। স্ত্রীর কঠোর আচরণ মানসিকভাবে প্রভাবিত করতে পারে।
মীন-স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত অনুকূল দিন। ইতিবাচক মনোভাবের ফলে আত্মবিশ্বাসী বজায় থাকবে। আর্থিক সমস্যা থাকলে বাবা মায়ের সাহায্যে সমাধান পাবেন। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে তর্কের বিষয়ে সতর্ক থাকুন। মেজাজ নষ্ট হতে পারে।