Astro Tips: একমাত্র এই শুভকাজটি করতে পারেন আজ, যাত্রা কেমন ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (astrology)
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৬ আশ্বিন, ২৪ সেপ্টেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ২৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৩১ মিনিট
বারবেলাদি- ১০:০ গতে ১:০ মধ্যে
কালরাত্রি- ১:০, গতে ২:৩০ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
প্রেমে সাফল্য, প্রকৃত সঙ্গীর মিলবে খোঁজ; ২০২৪ রোম্যান্স ভরে উঠতে পারে এই রাশির জাতকদের
আর তিন মাস পরেই শুরু হয়ে যাবে নতুন বছর। ২০২৪ সাল। আগামী বছরে প্রেমে অসাধারণ সময় আসতে চলেছে কিছু রাশির জাতকদের। কিছু রাশির জাতকরা সত্যিকারের প্রেম পেতে চলেছেন।
বৃষ- ২০২৪ সালে প্রেমে ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের। প্রেম ও রোম্যান্স অনুভব করবেন। খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন এই রাশির জাতকরা। খুব দ্রুত কারও সঙ্গে সংযুক্ত হয়ে যান। ২০২৪ সালে বৃষ রাশির লোকেরা প্রেম-জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। অতীতের কথা ভুলে যাওয়ার চেষ্টা করবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
কর্কট- কর্কট রাশির জাতক জাতিকারাও ২০২৪ সালে প্রেমের দিক থেকে খুব ভাগ্যবান হতে চলেছেন। বছরের শুরুতে আপনি অনেক সুযোগ পেতে পারেন। বিয়ের জন্য আপনার ভাল সম্বন্ধ আসতে পারে। মানুষ আপনার ব্যক্তিত্বে আকৃষ্ট হবেন। শুক্রের প্রভাবে পরের বছর আপনার জীবনে প্রেমের আগমন হতে পারে। এই বছরে আপনার নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। বৃহস্পতির প্রভাবে প্রেমে সাফল্য পাবেন। সত্যিকারের প্রেমের খোঁজ পাবেন।
সিংহ- গ্রহের অবস্থানের পরিবর্তন আপনার অনুকূলে থাকবে। এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বছরটি খুব ভাল যাবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন এবং খুব ভেবেচিন্তে যে কোনও পদক্ষেপ নেবেন। বছরের শুরু থেকেই আপনি নিজের মধ্যে উদ্দীপনা অনুভব করবেন। সম্পর্কের প্রতি আপনার সততা আপনার সম্পর্ককে আরও গভীর করবে। এ বছর গড়ে ওঠা সম্পর্ক দীর্ঘকাল স্থায়ী হবে। বিয়ের প্রস্তাবও পেতে পারেন।
তুলা- এই রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন। নতুন বছর আপনার জন্য অনেক নতুন সুযোগ নিয়ে আসছে। কারও প্রতি আকৃষ্ট হতে পারেন। এই বছর তুলা রাশির জাতকরা গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অনেক সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন এই বছর খুব ভাল যাবে। আপনার সম্পর্ক খুব আবেগপূর্ণ এবং গভীর হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।