Banglar Bidhan: বাংলায় মহা-জঙ্গলরাজের পতন হবে, সিঙ্গুর থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
প্রধানমন্ত্রীর মুখে নেই শিল্প-বার্তা। বাংলায় মহা-জঙ্গলরাজের পতন হবে, হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাল্টা আক্রমণ অভিষেকের। সিঙ্গুরে কি শিল্প ফিরবে? আবার মাথা তুলবে কারখানা? কী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? এই সব প্রশ্ন ঘিরে সকাল থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। কিন্তু শিল্পের কোনও ঘোষণাই করলেন না প্রধানমন্ত্রী। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, ও বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের অত্যাচারের অভিযোগে সরব হল সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। অনুমতি না নিয়ে সভা করায় সমালোচনায় সরব জমির মালিকদের একাংশ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভোটমুখী পশ্চিমবঙ্গে সিঙ্গুরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর। রাজ্য পেল আরও তিনটি অমৃত ভারত ট্রেন। রেলে পশ্চিমবঙ্গ গত ২৪ ঘণ্টায় যা হয়েছে, ১০০ বছরে হয়নি। দাবি প্রধানমন্ত্রীর।

















