Astro Tips : আজ এই শুভকাজটি করতে পারেন, দিনের কোন সময়টা ভাল, কখন খারাপ ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৪ চৈত্র, ২৯ মার্চ-
সূর্যোদয়- সকাল ৫টা ৩৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৪৭ মিনিট
কালবেলাদি- ৮:৪০, গতে ১০ : ১১ মধ্যে ও ১১: ৪৩ গতে ১:১৪ মধ্যে
কালরাত্রি- ২:৪০, গতে ৪ : ৯ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
শতভিষা নক্ষত্রে আরও শক্তিশালী শনি! ৫ রাশির ওপর থাকবে কৃপাদৃষ্টি-
শনির আশীর্বাদ পেলে মানুষ সব কাজে সাফল্য পায়। শনিদেব তার ভক্তদের খ্যাতি, সম্পদ, পদ এবং সম্মান প্রদান করেন। অন্যদিকে, যারা পাপ করে তাদের অনেক দুর্ভোগ দেন শনিদেব। কুণ্ডলীতে শনির শুভ অবস্থান সর্বহারাকেও রাজা করে। শনি যদি দয়ালু হন তবে সেই ব্যক্তির কাছে অর্থের অভাব হয় না এবং তিনি উন্নতির সিঁড়ি সহজে চিনে নিতে পারেন। আসুন জেনে নিই শনি শুভ হলে কী ধরনের চিহ্ন পাওয়া যায়।
কর্মফল ও ন্যায়ের দেবতা গ্রহরাজ শনিদেব ১৮ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাহুর শতভিষা নক্ষত্রে বিরাজ করবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যবসায় অত্যন্ত ভাল সময় আসছে৷ অন্যদিকে চাকরিজীবীদের জন্য দুর্দান্ত খবর আসতে চলেছে৷ অফিসে বাড়বে মান সম্মান ৷ মোটা টাকা বেতনও বাড়তে চলেছে৷
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন চাকরির অফার আসতে চলেছে ৷ মনের মত জায়গার বদলির সম্ভাবনা থাকছে ৷ উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন ৷ পরিশ্রমের ফল এবার পাবেন ৷ শনিদেবের আশীর্বাদ ধন্য হবেন ৷
কেরিয়ারে শুভ সময় তুলার জাতক-জাতিকাদের জন্য ৷ ধনলাভ হবে, কোনও ভাবেই খারাপ কাজ, ছল বা কপট করবেন না এতে শনিদেব রুষ্ট হবেন৷ আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হবে এবার ৷
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেব মুখিয়ে আছেন দু'হাত ভরিয়ে দিতে ৷ যদি কোনও ব্যক্তি শনি দেবের আশীর্বাদ পান, তবে তিনি জীবনের সমস্যার পাশাপাশি তার সমাধানও পেয়ে যান। সবচেয়ে বড় দুর্ঘটনার পরও কোনো না কোনোভাবে বেঁচে যায় এই মানুষগুলো। এই মানুষরা সমাজে অনেক সম্মান লাভ করেন ।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।




















