Astro Tips : আজ কোন সময়ে কোন দিকে যাত্রায় মিলবে না ফল ?
Dainik Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৩ শ্রাবণ, ৩০ জুলাই -
সূর্যোদয়- সকাল ৫টা ৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৮ মিনিট
বারবেলাদি- ১০:৫, গতে ১:২২ মধ্যে
কালরাত্রি- ১:৫ গতে ২:২৭ মধ্যে
যাত্রা- শুভ পশ্চিমে নৈর্ঋতে ও অগ্নিকোণে নিষেধ, দিবা ৭:৬ গতে মাত্র পশ্চিমে নিষেধ, রাত্রি ৭:৪৬ গতে যাত্রা নেই, শেষরাত্রি ৪:৩৩ গতে যাত্রা মধ্যম পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- অন্যের খুশির কারণ হয়ে উঠতে পারেন আজ। অতিরিক্ত ব্যয়ে রাশ প্রয়োজন। বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। লক্ষ্যে স্থির থাকুন।
বৃষ- নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। শত্রু সংখ্যা বাড়তে পারে। কারোর কথায় কোনও কাজ করবেন না। সন্তানের কঠিন সময়ে তার পাশে থাকার চেষ্টা করুন।
মিথুন- আজ স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে কোনও পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে আজ। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে।
কর্কট- অতিরিক্ত পরিশ্রমের কারণে আজ ক্লান্তি বোধ করবেন। আজ বিনিয়োগের জন্য ভাল দিন। সমস্যা সমাধানে বন্ধুদের সাহায্য পাবেন। ছোটখাট বিবাদ বড় আকার নিতে পারে।
সিংহ- মাইগ্রেনের সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া উচিত। কাউকে টাকা ধার দেবেন না। আর্থিক কারণে বাড়িতে সমস্যা বাড়বে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ।
কন্যা- ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আজ লোন পেতে পারেন। সন্তানের কাজে খুশি থাকবেন আজ। ফুল দিয়ে ঘর সাজান আজ। মন ভাল হবে তাতে।
তুলা- শরীরচর্চা করলে স্বাস্থ্যের উন্নতি হবে। অন্যের কথা শুনে বিনিয়োগ করবেন না। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করলে কাছের বন্ধুদের ডাকুন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য বাড়বে।
বৃশ্চিক- অসুস্থতা থেকে সেরে উঠতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নিজের জন্য অর্থ সঞ্চয় করুন। ফাঁকা সময়ে নতুন কিছু করুন। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন আজ।
ধনু- খেলাধুলো করতে পারেন আজ। অবাস্তব কোনও পরিকল্পনায় অর্থ ব্যয়ের আশঙ্কা। পরিস্থিতির পরিবর্তনে মনখারাপ হতে পারে। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে।
মকর- বিনিয়োগ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। পরিবারের কোনও সদস্য বা সঙ্গীর জন্য দুশ্চিন্তা বাড়বে। বিবাহিত জীবন সুখের হবে। আপনার গুণের জন্য প্রশংসা পাবেন।
কুম্ভ- হতাশা গ্রাস করলে ইতিবাচক কোনও বিষয় নিয়ে চিন্তা করুন। বিনিয়োগে বাধার মুখে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। নতুন কোনও কাজ বা প্রজেক্ট শুরু করতে পারেন।
মীন- দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠবেন। স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকলে লোকসানের মুখে পড়তে পারেন। ভেবে কথা বলুন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে আজ।