Astro Tips : সপ্তাহান্তে কোনও জরুরি কাজে বেরোচ্ছেন ? বিশেষ এই ক্ষণগুলির কথা মাথায় রাখুন
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৯ শ্রাবণ, ৫ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ১২ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৫ মিনিট
কালবেলাদি- ৬:৫০, মধ্যে ১:২১ গতে ২:৫৯ মধ্যে ও ৪:৩৭ গতে ৬:১৫ মধ্যে
কালরাত্রি- ৭:৩৭, মধ্যে ৩:৫০ গতে ৫:১৩ মধ্যে
যাত্রা- নেই, দিবা ৬:৫০ গতে যাত্রা মধ্যম পূর্বে ও দক্ষিণে নিষেধ, দিবা ১০:৩৮ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি: দিনটি ভাল যাবে। কোনও ব্যবসা শুরু করতে চাইলে ভাল সুযোগ আসবে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। ছোট ব্য়বসায়ীদের কেউ কেউ সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি: অর্থের টানাপড়েন কেটে যাবে। যে কোনও কাজেই টাকা হাতে আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেমের সম্পর্ক ভাল দিকে মোড় নেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে কঠোর পরিশ্রম প্রয়োজন।
মিথুন রাশি: জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পাবেন। কোনও সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। কিন্তু মাথা ঠান্ডা করে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। অকারণ বিবাদ-বিতর্কে জড়াবেন না।
কর্কট রাশি: বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। দিনভর ব্যস্ত থাকবেন এদিন। বাড়িতে অতিথি আসতে পারে। চোখ সংক্রান্ত সমস্যা থেকে সাবধান। আপনার নেওয়া কোনও সিদ্ধান্ত পরিবারের সদস্যরা সমর্থন করবে।
সিংহ রাশি: দিনটি ভাল যাবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। সঙ্গীর মনের অনুভূতি বোঝার চেষ্টা করুন। কোনও পরিকল্পনা করতে পারেন।
কন্যা রাশি: এদিন একাধিক ক্ষেত্রে অগ্রগতির খবর মিলতে পারে। চাকরির জায়গায় ভাল খবর মিলবে। মন খুশি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। নতুন কোনও জিনিস কিনতে পারেন এদিন। কারও দ্বারা বিভ্রান্ত হবেন না।
তুলা রাশি: পদোন্নতি এবং তার সঙ্গেই আর্থিক প্রগতি আসতে পারে। কোনও সমস্য়ায় আটকে থাকলে কন্যা এবং মকর রাশির জাতকদের কাছ থেকে সম্পূর্ণ সহায়তা পাবেন আপনি। এদিন অর্থ ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক রাশি: দিনটি ভাল যাবে। কোনও প্রতিযোগিতায় সফল হতে পারবেন। কম্পিউটার সংক্রান্ত কোনও কাজের ক্ষেত্রে ভাল দিন। নতুন কোনও চুক্তির সুযোগ আসবে, যা থেকে লাভবান হতে পারেন আপনি। বোনাস মিলতে পারে চাকুরিরতদের।
ধনু রাশি: ভাল কোনও খবর মিলতে পারে। ছোটখাট কোথাও ঘুরতে যেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেতে পারেন। কোনও পরিকল্পনা করে থাকলে তা শীঘ্রই সম্পন্ন হবে।
মকর রাশি: রাজনীতির পরিসরে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য ভাল কেরিয়ার হওয়ার সুযোগ। দাম্পত্য জীবন ভাল থাকবে। কোনও আশার আলো আসবে আপনার জীবনে। এখনই বিনিয়োগ নয়. আপাত এড়ানোই ভাল।
কুম্ভ রাশি:ব্যবসায় লেনদেন নিয়ে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকতে পারেন। কর্মক্ষেত্রে কারও নয়নের মনি হয়ে উঠতে পারেন। বন্ধুরা আপনার আচরণে খুব খুশি হবে।
মীন রাশি: অনেকদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসতে পারে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে। লেখালেখির সঙ্গে জড়িতরা ভাল সুযোগ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। বাড়িতে বিশেষ কেউ আসতে পারেন।