Astrology: একাধিক গ্রহের গতিবিধির পরিবর্তনে লাভের ফসল ঘরে তুলবে ৩ রাশি, জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য উঠবে চূড়ায়
Navpancham Yoga : একাধিক গ্রহের গতিবিধির পরিবর্তন কিছু রাশির জাতকদের উপর প্রভাব ফেলতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা উপকার পাবেন।

কলকাতা : জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে, বসন্ত পঞ্চমীর আগে অনেক গ্রহের গতি পরিবর্তন হতে চলেছে। পাঁচটি গ্রহের গতিবিধির পরিবর্তনের প্রভাব কিছু রাশির জাতকদের উপর দেখা যাবে। ২৮ জানুয়ারি, শুক্র তার উচ্চ রাশি মীনে গোচর হয়েছে। দেবগুরু বৃহস্পতি ৩০ জানুয়ারি বুধের নক্ষত্র মণ্ডলে গমন করছেন। এ ছাড়া ৩১ জানুয়ারি সূর্য ও বৃহস্পতি ১২০ ডিগ্রিতে থাকবে এবং নবপঞ্চম নামে একটি যোগ তৈরি হবে। বসন্ত পঞ্চমীর একদিন আগে অর্থাৎ ১ ফেব্রুয়ারি শুক্র উত্তরভাদ্রপদে প্রবেশ করবে। এই পরিস্থিতিতে একাধিক গ্রহের গতিবিধির পরিবর্তন কিছু রাশির জাতকদের উপর প্রভাব ফেলতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা উপকার পাবেন।
মেষ রাশি (Mesh Rashi)- মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বসন্ত পঞ্চমীর প্রথম পাঁচটি গ্রহের গতি পরিবর্তনের শুভ লক্ষণ রয়েছে। আর্থিক লাভের সুযোগ বাড়বে। যাঁদের কাজ অসম্পূর্ণ বা যাঁরা সাফল্য পাচ্ছেন না তাঁরা সাফল্য পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে উন্নতির সুযোগ বাড়তে পারে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আপনার ইচ্ছা পূরণ হবে এবং সুখবর পেতে পারেন।
মীন রাশি (Meen Rashi)- পাঁচটি গ্রহের গতিবিধির পরিবর্তন মীন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে পারে। কিছু নতুন ও ভিন্ন সুযোগ বাড়তে পারে। আপনার সাহস বাড়ার লক্ষণ রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনো ব্যবসায় আছেন এমন ব্যক্তিরা নতুন অর্ডার পেতে পারেন। সম্মান বাড়তে পারে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে।
ধনু রাশি (Danu Rashi)- পাঁচটি প্রধান গ্রহের গতিবিধির পরিবর্তনের প্রভাব ধনু রাশির জাতকদের জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে। এই রাশির জাতকরা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থার ক্রমাগত উন্নতি হবে। বিনিয়োগ থেকে ভাল পরিমাণ অর্থ সংগ্রহ করা যেতে পারে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। সমাজে সম্মান ও মর্যাদা পাবেন। কাজের উদ্বেগ এখন দূর হবে। চাকরিজীবীরা নতুন কাজের জন্য ভালো সুযোগ পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















