Shani Dev: আগামী বছর শনির 'উদয়', আয় বৃদ্ধি; চাকরি-ব্যবসায় প্রচুর উন্নতি এইসব রাশির জাতকদের
Saturn: ২০২৪ সালে শনি কুম্ভ রাশিতে থাকার সময় বিপরীতমুখী এবং সরাসরি সরে যাবে
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology) শনিকে (Shani) ন্যায়ের গ্রহ বলা হয়। শনি বর্তমানে তার অধীনস্থ রাশি কুম্ভতে রয়েছে। ২০২৪ সালে অবশ্য শনি তার অবস্থান পরিবর্তন করবে। যদিও আগামী বছরও শনি কুম্ভ রাশিতেই থাকবে এবং অন্য কোনও রাশিতে ট্রানজিট করবে না। রাশিচক্রের পরিবর্তন না হলেও, শনির অবস্থানের পরিবর্তন হবে।
২০২৪ সালে শনি কুম্ভ রাশিতে থাকার সময় বিপরীতমুখী এবং সরাসরি সরে যাবে। ২৯ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় (Opposite Direction) থাকবে শনি। ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত অস্ত যাবে। ১৮ মার্চর শনির উদয় হবে। এর জেরে কিছু রাশিকে শুভ ফল দেবে শনি।
তালিকায় কোন কোন রাশি ?
বৃষ (Taurus) : ২০২৪ সালে শনির এই অবস্থার কারণে বৃষ রাশির জাতকদের বিশেষ সুবিধা হবে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা শনির এই যাত্রা থেকে প্রচুর লাভ পাবেন। শনির ওঠার সঙ্গে সঙ্গে আপনার উন্নতির সম্ভাবনা দেখা দিতে শুরু করবে। চাকরি পেতে পারেন এবং ব্যবসায় বড় সাফল্য অর্জন করবেন। অপ্রত্যাশিতভাবে অর্থ উপার্জনের সুযোগ আসবে।
তুলা (Libra) - ২০২৪ সালে শনির অবস্থান তুলা রাশির জাতকদেরও শুভ ফল দেবে। আপনি সব কাজেই সাফল্য পাবেন। ব্যবসায়ীরা তাঁদের কাজে ভাল ফল পাবেন। আগামী বছর বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। শনির ক্রমবর্ধমান অবস্থা আপনার জন্য সম্পদ, উচ্চ পদ এবং প্রতিপত্তি নিয়ে আসবে। তুলা রাশির জাতক জাতিকারা শনির উত্থানে অনেক সুবিধা পাবেন। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। কাজ ও কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন।
ধনু - শনির কারণে আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। সুখ এবং সমৃদ্ধি আসবে। আগামী বছর আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাবেন। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। চাকরিতে পরিবর্তন বা বদলির সম্ভাবনা রয়েছে। শনির ক্রমবর্ধমান অবস্থানে আপনার কর্মজীবনে উন্নতি হবে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন ; ৫১ পীঠের শেষ সতীপীঠ, পড়েছিল দেবীর কোমরের অংশ, কঙ্খালীতলার কী মাহাত্ম্য?