2025 Horoscope: ২০২৫-এ রাজ করবে সূর্য ও মঙ্গল, কোন ভুলের নেই ক্ষমা ? কোন কোন রাশি পাবে সুফল ?
Astrology: আমাদের জীবনে গ্রহগুলির শুভ ও অশুভ প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আসন্ন বছর ২০২৫-এ সূর্য এবং মঙ্গল প্রাধান্য পাবে।
কলকাতা : শীঘ্রই কড়া নাড়তে চলেছে ২০২৫। নতুন বছর অনেক প্রত্যাশা নিয়ে আসে। প্রত্যেকেই আসন্ন বছরে সুযোগ এবং সুখের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে নতুন বছর জীবনে কী নিয়ে আসে তা দেখার অপেক্ষায় সবাই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং মঙ্গলকে ২০২৫ সালের কর্তা গ্রহ হিসাবে মনে করা হচ্ছে। নতুন বছরে এই গ্রহগুলি জীবনের উপর কী প্রভাব ফেলবে?
২০২৫ সালে সূর্য-মঙ্গল প্রাধান্য পাবে-
আমাদের জীবনে গ্রহগুলির শুভ ও অশুভ প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আসন্ন বছর ২০২৫-এ সূর্য এবং মঙ্গল প্রাধান্য পাবে।
২০২৫-এর রাজা হবেন সূর্য-
চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে রবিবার, ৩০ মার্চ ২০২৫ থেকে। শাস্ত্র অনুসারে, যে দিনটিতে হিন্দু নববর্ষ শুরু হয় সেই দিনের শাসক গ্রহ পুরো বছরের রাজা। তাই ২০২৫ সালে রাজা হবেন সূর্য।
জ্যোতিষশাস্ত্র, ধর্ম-আধ্যাত্মিকতা ও বিজ্ঞানে সূর্যদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য ছাড়া কোনো জীব কল্পনা করা যায় না। সূর্যদেবকে সম্মান, উচ্চ অবস্থান এবং নেতৃত্বের ক্ষমতার অধিপতি গ্রহ বলে মনে করা হয়। সূর্যের কৃপায় কর্মজীবনে সাফল্য, মান-সম্মান, লাভ ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়। কিছু কিছু কাজ আছে যেগুলির কারণে রাশিতে সূর্য অশুভ প্রভাব ফেলে। নতুন বছরে ভুল করেও সেগুলি করবেন না।
এই ভুলগুলি করবেন না-
সকালে সূর্যোদয়ের পরও দেরি করে ঘুমানো।
বাড়িতে পুজো-পাঠ না করা।
বাবাকে সম্মান না করা।
পূর্ব দিকে বাস্তু দোষ থাকা
২০২৫-এ মঙ্গল গ্রহের অধিকার-
সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৫ সালের যোগফল ২+০+২+৫=৯ হচ্ছে মঙ্গল গ্রহের সংখ্যা। মঙ্গল সাহস, বীরত্ব, শক্তি, ভূমি, রক্ত, যুদ্ধ, সেনাবাহিনীর অধিপতি গ্রহ। নতুন বছরে মঙ্গলের প্রভাবও থাকবে। এই পরিস্থিতিতে মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা এর সুফল পাবেন। কারণ এগুলি মঙ্গল গ্রহের রাশিচক্র।
কুণ্ডলীতে মঙ্গল শক্তিশালী হলে ব্যক্তির মধ্যে শক্তি ও নির্ভীকতা থাকে। মঙ্গল দুর্বল হলে ব্যক্তিকে কিছু দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যখন মঙ্গল দুর্বল বা পীড়িত হয়, তখন ব্যক্তির শত্রুরা আধিপত্য বিস্তার করে। ঋণের সমস্যায় পড়তে হয়।
এই ভুলগুলি এড়ান-
মারামারি এবং রাগ এড়িয়ে চলুন।
অন্যের জমি বা বাড়ি দখল করবেন না।
কারো প্রতি হিংসা করবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে