August Horoscope : অগাস্ট মাস পড়তেই ভাগ্যবদল, শিবের কৃপায় চমকাবে চাকরি থেকে কেরিয়ার
আগামী ১৯ অগাস্ট পর্যন্ত চলবে শ্রাবণ। অগাস্টে তাই প্রতিটি রাশির মানুষের উপরই শিবের আশীর্বাদ বর্ষিত হবে।
কলকাতা : শ্রাবণ মাস হল মহাদেবের পুজোর বিশেষ মাস। সারা বছরই ঘরে ঘরে শিবপুজো হয়। কিন্তু শ্রাবণের পুজো তার মধ্যে বিশেষ। শ্রাবণ তো চলছেই। সেই সঙ্গে এই বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংরেজি মাস অগাস্ট। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত চলবে শ্রাবণ। অগাস্টে তাই প্রতিটি রাশির মানুষের উপরই শিবের আশীর্বাদ বর্ষিত হবে। তবে বিশেষ করে ৪ টি রাশির রাশিচিহ্ন ভগবান শিবের আশীর্বাদ পাবেন সহজেই । প্রেম থেকে কেরিয়ার, ৪ টি রাশি সবেতেই উন্নতি করবেন।
বৃষ রাশি
অগাস্ট মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই মাসে বৃষ রাশির জাতক জাতিকারা অনেক পাপ থেকে রেহাই পেতে পারেন মহাদেবের আরাধনা করলে। লাভ করবেন। এই সময়ের মধ্যে, একটি নতুন চাকরি পেতে পারেন এই রাশির জাতকরা। বিয়ের সম্বন্ধ দেখা চলছে, শিবের কৃপায় এই মাসেই চূড়ান্ত হতে পারে সাত পাকে ঘোরার সময় ও সঙ্গী।
কর্কট রাশি
অগাস্ট মাস কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। এই মাসে কর্কট রাশির জাতকরা মহাদেবের আশীর্বাদ পাবেন। চাকরি ক্ষেত্রে খেটেই যাচ্ছিলেন এতদিন, অথচ কাঙ্ক্ষিত প্রশংসা পাচ্ছিলেন না। কর্মজীবনে সঠিক ফলাফল পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। প্রেম জীবনেও অগ্রগতি হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাসটি বেশ ভাল যাবে। বৃশ্চিক রাশির জাতকরা এই মাসে তাদের কর্মজীবনে উন্নতি লাভ করবে। প্রেমের সম্পর্কও অনুকূল হবে। আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালভাবে এগিয়ে যাবে । দুজনের বোঝাপড়া মজবুদ হবে।
মকর রাশি
অগাস্ট মাসটি মকর রাশির জাতকদের জন্য দারুণ হবে। মকর রাশির জাতক জাতিকারা এই মাসে সৌভাগ্যের মুখ দেখবে । এই মাসে,শিবের কৃপায়, অবিবাহিত মেয়েদের বিয়ের সম্পর্ক আসতে পারে। জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কর্মজীবন এবং চাকরিতে উন্নতি হবে। আপনার জন্য দুর্দান্ত ফলাফল বয়ে আনবে এই মাস।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও খবর :