Beard: জ্যোতিষশাস্ত্র অনুসারে কাদের দাড়ি রাখা উচিত, কাদের নয় ?
Astrology: জ্যোতিষশাস্ত্রেও উল্লেখ আছে কোন মানুষের লম্বা দাড়ি রাখা উচিত আর কাদের রাখা উচিত নয়।
কলকাতা : বর্তমান সময়ে তরুণরা আকৃষ্ট হচ্ছে লম্বা দাড়ির প্রতি। সেলিব্রিটি বা অন্যান্য ব্যক্তিদের থেকে অনুপ্রাণিত হয়ে, অনেকেই লম্বা দাড়ি বা লম্বা চুল রাখছেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, সবার দাড়ি রাখা উচিত নয়। লম্বা দাড়ি রাখা একজন ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি কি জানেন কোন মানুষের দাড়ি রাখা উচিত নয় ?
কাদের দাড়ি রাখা উচিত ?
জ্যোতিষশাস্ত্রেও উল্লেখ আছে কোন মানুষের লম্বা দাড়ি রাখা উচিত আর কাদের রাখা উচিত নয়। যদি কোনও ব্যক্তির রাশিতে কেতুর প্রভাব থাকে এবং রাহু ও কেতু তার রাশি সিংহ রাশিকে প্রভাবিত করে, তবে এমন ব্যক্তি দাড়ি রাখতে পারেন। যাদের কুণ্ডলীতে শনি (শনি) ও রাহুর অবস্থান ভাল, তারা দাড়ি রাখলে উপকার হয়।
কাদের দাড়ি রাখা উচিত নয় ?
তবে যাঁদের ভাগ্যচক্রে শুক্রের মহাদশা আছে তাঁদের দাড়ি রাখা উচিত নয়। এই ধরনের লোকেরা যদি দাড়ি রাখেন তবে শুক্র গ্রহের নেতিবাচক প্রভাবে তাঁরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, শুক্র গ্রহ শরীরে অতিরিক্ত লোম পছন্দ করে না। এর পাশাপাশি, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি বা রাহুর অবস্থান ঠিক না থাকে তবে এই জাতীয় ব্যক্তিদের দাড়ি রাখা এড়িয়ে চলা উচিত। আপনার শনি বা রাহু ঠিক থাকলেই দাড়ি রাখুন, অন্যথা আপনি ক্লিন শেভ বা ট্রিম করতে পারেন।
চুলের সম্পর্ক কোন গ্রহের সঙ্গে ?
চুল শুক্র এবং বুধের সঙ্গে সম্পর্কিত। এই দু'টি গ্রহই আপনার চুলের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে। যাদের কুণ্ডলীতে শুক্র, শনি বা বুধ গ্রহ দুর্বল তাঁদের চুল পড়ার সমস্যা থেকে যায়। এই গ্রহগুলির দুর্বলতা মানুষের জীবনে অশুভ প্রভাব ফেলে।
বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী দেখলেও, লম্বা দাড়ি রাখা ঠিক নয়। কারণ লম্বা দাড়ি রাখলে মুখে খুশকি, চুলকানি বা ত্বক সংক্রান্ত রোগ হতে পারে। এ ছাড়া ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে