Belur Math : বেলুড় মঠে পুজোয় অঞ্জলি দিতে চান? ভোগ খাওয়ারও বড় সাধ? জেনে নিন পুজোর নির্ঘণ্ট
কবে কখন পুজো শুরু, কখনই বা সন্ধি পুজো, কখন মাতৃপ্রতিমার বিসর্জন, কখনই বা ভোগ বিতরণ , সবটাই জানানো হয়েছে মঠের তরফে। জেনে নেওয়া যাক।

কলকাতা : পুজো আসতে বাকি আর মাত্র কয়েকটি দিন। অনেকের কাছেই দুর্গাপুজোয় বেলুড় মঠে মাতৃদর্শন বহু কাঙ্ক্ষিত। এখানে পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতানুসারে। কবে কখন পুজো শুরু, কখনই বা সন্ধি পুজো, কখন মাতৃপ্রতিমার বিসর্জন, কখনই বা ভোগ বিতরণ , সবটাই জানানো হয়েছে মঠের তরফে। জেনে নেওয়া যাক।
মঠের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যথাক্রমে সোমবার, মঙ্গলবার এবং বুধবার বেলুড় মঠে দেবী শ্রী শ্রী দুর্গা পুজো অনুষ্ঠিত হবে। দুর্গা পুজোর পুঙ্খানুপুঙ্খ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।এছাড়া ডিডি বাংলায় দুর্গাপূজার সম্প্রচারের সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।
- ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
পঞ্চমী : সন্ধ্যা সাড়ে ৬ টায় বোধন - ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ষষ্ঠী : সকাল ৬ টায় কল্পারম্ভ এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় অধিবাস - ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
সপ্তমী : পুজো শুরু হবে ভোর ৫:৪০ মিনিটে। - ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
মহাষ্টমী : পূজা শুরু হবে ভোর ৫:৪০ মিনিটে - কুমারী পূজা : পূজা শুরু হবে সকাল ৯:০০ মিনিটে
- সন্ধি পূজা : বিকেল ৫:৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩১ মিনিটে
- ১ অক্টোবর ২০২৫ বুধবার
মহানবমী : পূজা শুরু ভোর ৫:৪০ মিনিটে
হোম : দুপুর ১২:৫৭ থেকে দুপুর ২:৩০ মিনিটে - ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
বিজয়া দশমী : পূজা শুরু হয় সকাল সাড়ে ৬ টায়
দর্পণ বিসর্জন : সকাল 8:25 টায়
বিসর্জন ও শান্তির জল দান : সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর
রোজ প্রসাদ বিতরণ : দুপুর ১২:০০ (মা সারদা সদাব্রত ভবনে)
পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগরতির পর (২৯ সেপ্টেম্বর, ৩০, ১ অক্টোবর)
মা দুর্গার সন্ধ্যা আরতি : প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পর ( ২৯ সেপ্টেম্বর, ৩০; ১ অক্টোবর )
১৯০১ সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সে বছর মা সারদাদেবী নিজে পুজোর সময়ে মঠে উপস্থিত ছিলেন।তাঁর অনুমতি নিয়েই পুজো শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। মায়ের নামেই পুজোর সংকল্প করা হয়েছিল। সেই ট্র্যাডিশনে বদল হয়নি। এখনও মা সারদার নামেই বেলুড় মঠের পুজোর সংকল্প করা হয়।



















