Budh Vakri : ৪ দিন পরেই বদলে যাবে বুধের গতি, গ্রহর রাজকুমারের প্রভাবে 'হায় হায়' করবে ৪ রাশি
Budh Astrology : ২৬ নভেম্বর সকালে বুধ বৃশ্চিক রাশিতে বিপরীতমুখী গতি শুরু করবে। বুধের বিপরীতমুখী অবস্থা কিছু রাশির জন্য শুভ এবং অন্যদের জন্য প্রতিকূল হবে। তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহকে গ্রহের রাজকুমারের মর্যাদা দেওয়া হয়। কয়েকটি রাশির রাশিফলেও বুধের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই শীঘ্র। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, কুণ্ডলীতে বুধ গ্রহ শক্তিশালী যাঁদের, তাঁদের বুদ্ধিমত্তা বিকশিক হয়। বুধ ভাল অবস্থানে না থাকলে জাতকের মানসিক চাপ বাড়ে। বুধ গ্রহ উচ্চ স্থানে থাকলে জাতকের বুদ্ধি বিবেচনা পদে পদে নজর সকলের। নভেম্বরে বুধের বক্রী শুরু হবে। বুধের বিপরীতমুখী গতি শুরু হবে। এই গতি কোনও কোনও জাতকের বুদ্ধিমত্তা, বাগ্মীতা, অভিব্যক্তি, শিক্ষা ও সাহিত্যের প্রতি অনুরাগকে নেতিবাচকভাবে প্রাভাবিত করে।
আগামী ২৬ নভেম্বর সকালে বুধ বৃশ্চিক রাশিতে বিপরীতমুখী গতি শুরু করবে। বুধের বিপরীতমুখী অবস্থা কিছু রাশির জন্য শুভ এবং অন্যদের জন্য প্রতিকূল হবে। তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বৃশ্চিক - বুধের এমন পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জাতকদের কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে। মন অস্থির থাকবে। এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে উত্থান-পতন চলবে। বিবাদের জন্ম দিতে পারে। এমন অবস্থায় আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। ছাত্ররা কাঙ্খিত সাফল্য পাবে না। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। এদের মনোবল জোগানোর দায়িত্ব নিতে হবে ঘনিষ্ঠ মানুষদের।
মেষ - বুধের বক্রী মেষ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে প্রভাব ফেলবে। অর্থাৎ এই রাশির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে। এ নিয়ে মেষের জাতকরা মানসিকভাবে বিরক্ত হয়ে উঠবেন। অজানা আশঙ্কায় উত্তেজনা তৈরি হবে। খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন । অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি প্রতারিত হতে পারেন।
মিথুন - বুধ এই রাশির ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে। কেরিয়ারে অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, টাকার পাশাপাশি পদও হারাতে পারেন, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেললে। বিরোধীদের থেকে সাবধান থাকুন। এই রাশির মানুষের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। গণেশের পুজো করুন। বিবাদের সৃষ্টি হতে পারে, এমন জায়গা থেকে দূরে থাকাই শ্রেয় হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।