Premananda Maharaj: অন্যের নজর, কুদৃষ্টি কি সত্যিই আপনার কাজ, জীবন সব নষ্ট করতে পারে? কী জানালেন প্রেমানন্দ মহারাজ?
Najar Bad Evil Eye: "কুনজর বলে কি কিছু আছে, নাকি এটা কেবল একটি মায়া?" প্রেমানন্দ মহারাজ একজন ভক্তের প্রশ্নের কী উত্তর দিয়েছিলেন?

নয়া দিল্লি: বৃন্দাবনের বিখ্যাত প্রেমানন্দ মহারাজ তাঁর চিন্তাভাবনা দিয়ে মানুষের জীবনকে প্রভাবিত করেন। তিনি তাঁর প্রবচনের সময় ভক্তদের প্রশ্নের উত্তর দেন। জীবনে যখন কিছু ভুল হয়, তখন মানুষ বলতে শুরু করে যে কেউ তার উপর খারাপ নজর রেখেছে। এর ফলে প্রশ্ন ওঠে, খারাপ নজর কি আসলেই কিছু প্রভাবিত করতে পারে?
মানুষের জীবন খারাপ নজরের দ্বারা প্রভাবিত হয়, এমন কথা হামেশাই শুনে থাকি আমরা। সেই প্রশ্নই এক ভক্ত করেন প্রেমানন্দ মহারাজকে। প্রশ্নে বলা হয়, 'সত্যি কি মানুষের কু নজরে জীবন ছারখার হয়? না এ বোঝার ভুল?'
এই প্রশ্নের উত্তরে কুদৃষ্টি সম্পর্কে প্রেমানন্দ মহারাজ বলেন, এমন কোনও জিনিস নেই। এটি কেবল একটি মিথ। এগুলি এমন পুরানো বিশ্বাস যা মানুষ এখনও বিশ্বাস করে। একজন ব্যক্তির অতীত কর্মকাণ্ড তার কাজের ব্যর্থতা বা সাফল্যের জন্য দায়ী, কারও নজরে জীবনে খারাপ কিছু হয় না বলেই তাঁর দাবি।
প্রেমানন্দ মহারাজ বলেন, কুনজরের কারণে হয় না। যখন কাজ ব্যর্থ হয়, তখন মানুষ কুনজরের কথা বলে, কিন্তু কুনজর ব্যবহারের ক্ষমতা কারও নেই। প্রেমানন্দ মহারাজ বলেন, যদি আমরা বিশ্বাস করি যে কোনও কাজ খারাপ দৃষ্টির দ্বারা প্রভাবিত হয়, তাহলে তা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং কাজটি সফল হতে বাধা দেয়। এটি কেবল নেতিবাচক শক্তি এবং চিন্তাভাবনার কারণে হয়।
তাঁর কথায়, কুনজরের ভাবনায় আচ্ছন্ন থাকলে জীবন নেতিবাচক হয়ে উঠবে। এর চেয়ে ঈশ্বরের নাম নেওয়া উচিত সবসময়। ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করলে কাজে কোন বাধা থাকবে না।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















