Horoscope Today: সম্পর্কে ভাঙাগড়া কাদের? পরিবারের সদস্যদের নিয়ে চিন্তায় থাকবেন কারা? দেখুন আজকের রাশিফল
Daily Astro Tips:কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।

কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।
মেষ: টানা কাজ করবেন না। কাজের মাঝে অবসর নিন, নিজেকে সময় দিন। খরচে লাগাম রাখুন, নয়তো পড়ে সঞ্চয়ে টান পড়তে পারে। ব্যক্তিগত ক্ষেত্রে ভাল খবর মিলতে পারে, যা পরিবারে খুশি এনে দেবে। প্রেমের সম্পর্কে জোয়ার আসার সম্ভাবনা। ঘরের কাজে ব্যস্ত থাকতে পারেন এদিন। দাম্পত্য় জীবনে ব্যক্তিগত পরিসর বজায় রাখলেই সমস্যা দূরে থাকবে।
বৃষ: কাজের চাপ এবং চিন্তার কারণে শারীরিক সমস্যা হতে পারে। মানসিক শান্তি বজায় রাখতে মনে বিভ্রান্তি আসতে দেবেন না। একাধিক উৎস থেকে আয়ের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। সঙ্গীর ব্যবহারে আনন্দ পাবেন, এদিন কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করুন।
মিথুন: কাজের চাপে মেজাজ নিয়ন্ত্রণে রাখা মুশকিল হতে পারে, তবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ঘনিষ্ঠ কারও সাহায্যে আয়ের নতুন উৎসের সন্ধান পেতে পারেন। পছন্দের সঙ্গীর সঙ্গে অথবা সন্তানের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে এদিন উন্মাদনা দেখতে পাবেন। ব্যস্ত সময়ের মধ্যেও নিজের জন্য আলাদা করে সময় পাবেন, তা কাজে লাগান।
কর্কট: পরিবারের কারও জন্য স্বাস্থ্যখাতে খরচ বাড়তে পারে। সেভাবেই তৈরি থাকুন। নতুন কোনও যোগাযোগ হতে পারে, তবে এখনই সেখান থেকে লাভ পাবেন না। ঝোঁকের মাথায় নতুন কোথাও বিনিয়োগ করবেন না। নতুন কারও সঙ্গে বহন্ধুত্ব হতে পারে। অতীতের কোনও সমস্যা নতুন করে চাগাড় দিতে পারে, তবে ঠান্ডা মাথায় চললে তা এড়াতে পারবেন।
সিংহ: এদিন অবসর উদযাপনের মুডে থাকবেন। কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারেন। তবে হাত খুলে খরচ করার আগে ভেবে নিন। নাতি-নাতনিদের সঙ্গে ভাল সময় কাটতে পারে। প্রেমের সম্পর্কে নতুন করে যোগাযোগ। ব্যবসা-সংক্রান্ত কোনও যোগাযোগ থেকে লাভ মিলতে পারে। সঙ্গীর পরিকল্পনা ভাল লাগবে আপনার। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
কন্যা: এদিন স্বাস্থ্য ভাল থাকবে আপনার। তবে হঠাৎ খরচ বেড়ে যাওয়ায় উদ্বেগ হতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে এদিন। ইচ্ছে হলে অল্পবিস্তর কেনাকাটাও সেরে ফেলতে পারেন আজ।
তুলা: এদিন কোনও ভাল খবর পেতে পারেন। আত্মবিশ্বাসী থাকবেন, তার জন্য কাজেও ভাল প্রভাব পড়বে। ছোটখাট বিষয়ে বেশি মাথা ঘামাবেন না। এদিন কোনও সম্পর্কের বিষয় নিয়ে ভাবনা থাকবে আপনার মনে। জীবনসঙ্গীকে কোনওরকম চমক দিতে পারেন। ভাল মুহূর্ত তৈরি হবে, যা দীর্ঘদিন মনে থাকবে। ঘরে কোনও আত্মীয় হঠাৎ আসতে পারে।
বৃশ্চিক: টানা কাজ করবেন না, মাঝে মাঝে অবসর নিন। আপনি অর্থ সংক্রান্ত বিষয় ভাল বোঝেন, সঞ্চয়ের দিকে নজর দিন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে। এদিন কোনও ধর্মীয়স্থানে যেতে পারেন। সঙ্গীর ব্য়বহারে অত্যন্ত খুশি হবেন আপনি। নিজের দুর্বলতা খুঁজে বের করুন। চেষ্টা করলেই সেই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পারবেন। সকালের দিকে আলস্য ভাব থাকলেও পরে তা কেটে যাবে।
ধনু: ঘরের বাইরের প্রচুর কাজ এদিন করতে হতে পারে, তার জন্য ক্লান্তিও আসবে। টাকার জন্য কোনও সম্পর্কে যেন আঁচ না পড়ে। ভালবাসার মানুষের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে। বন্ধুদের থেকে প্রয়োজনে সাহায্য মিলতে পারে।
মকর: এদিন বিশ্রাম নিন। তাহলেই ক্লান্তি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আত্মীয়ের বাড়িতে দেখা করতে যেতে পারেন। পরিবারে প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন আপনি, সেটা করলেও নিজেকেও গুরুত্ব দিন। কোথাও আপনার পরামর্শ প্রয়োজন না হলে, সেখানে তা দেবেন না।
কুম্ভ: সঙ্গীকে উপযুক্ত মর্যাদা দিন। সবসময় সঙ্গীর জীবনে হস্তক্ষেপ করবেন না। সেক্ষেত্রে সম্পর্কে সমস্যা হতে পারে। নিজের দায়িত্বের দিকে নজর রাখুন, সেভাবেই কাজ করে যান। ঘরের কোনও কাজ বাকি থাকলে তা সেরে ফেলুন। আপনার কোনও অভ্যাস আপনার সঙ্গীর পছন্দ নয়, সেই সমস্যা মেটানোর চেষ্টা করুন।
মীন: দিবাস্বপ্ন আসল কাজ করবে না। তার জন্য বাস্তবে চেষ্টা করুন। সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে নতুন স্কিল শিখতে পারেন। ভবিষ্যতে কাজে লাগবে। পরিবারের কারও পাশে দাঁড়াতে হতে পারে। কোনও দ্বন্দ্ব থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। সম্পর্কের ভাঙাগড়া নিয়ে মাথা ঘামাবেন না, নিজেকে চিনতে শিখুন। নিজেকে সময় দিন, সমস্যা এলেও তা এড়িয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: শনি-রাহুর বিপজ্জনক সংমিশ্রণ, ১৭ অক্টোবর পর্যন্ত সাবধানে থাকতে হবে এই রাশিগুলিকে !




















