Daily Astrology: কর্মস্থানে কাদের উন্নতি ? লিভারের সমস্যা হতে পারে কাদের ? কেমন যাবে আজকের দিন ?
Daily Astrology Update: আজ ২৮ ডিসেম্বর, বুধবার। কেমন যাবে দিনটি? কী বলছে আপনার রাশি?

কলকাতা: কথায় বলে শেষ ভাল যার, সব ভাল তার। তবে কি বছর শেষে যার খারাপ যাবে, তার ২০২৩ খারাপ যাবে ? একেবারেই না। অযৌক্তিক। কারণ আপনার রাশি এবং আপনার কাজ দুই মিলে আপনার ফল দেবে। তাই চিন্তা করবেন না, ভাল কিছু খবর থাকলে আবেগে ভাসবেন না। উল্টোটা হলে সতর্ক থাকুন। আজ ২৮ ডিসেম্বর, বুধবার। কেমন যাবে দিনটি? কী বলছে আপনার রাশি?
মেষ রাশি- লিভারের সমস্যা বাড়তে পারে। দাম্পত্য সুখেই কাটবে। আর্থিক সমস্যার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা। হরমোন সংক্রান্ত কোনও সমস্যার কারণে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। কর্মজীবনে সাফল্য আসতে পারে।
বৃষ রাশি- নিজবুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। সন্তানের জন্য বাড়তি খরচ। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। কর্মজীবন এবং সন্তানদের নিয়ে খুশি হওয়ার সম্ভাবনা। কথা বলা ও যোগাযোগের দক্ষতা দিয়ে কাউকে প্রভাবিত করতে পারবেন।
মিথুন রাশি- আগুন থেকে বিপদের আশঙ্কা। চাকরির স্থানে উন্নতি। মাথা ব্যাথা বাড়তে পারে। ইচ্ছাপূরণের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন। কাজে কোনও বাধা থাকবে না।
কর্কট রাশি- রক্তপাতের থেকে সতর্ক থাকুন। বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে চলেছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপের সম্মুখীন হতে পারেন। নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা।
সিংহ রাশি- রক্তচাপ বাড়তে পারে। আঘাতের যোগ রয়েছে, সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় পুরনো অভিজ্ঞতার কথাও মনে রাখবেন।
কন্যা রাশি- নিজের চেনা মানুষ আপনার বিরোধীতা করতে পারে। শত্রু বাড়বে। রাজনীতির মানুষদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসার নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি- ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।জলপথ এড়িয়ে ঘুরতে যান। আত্মসম্মান নিয়ে চিন্তিত থাকতে পারেন। আয়ের নতুন কোনও উৎস হতে পারে। শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন।
বৃশ্চিক রাশি- বাড়তি খরচে সংসারে বিবাদ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে কোনও ছুটি নিতে পারেন। গুরুজনদের থেকে আশীর্বাদ মিলবে। পরিবারের কোনও সদস্যকে নিয়ে চিন্তায় থাকতে পারেন।
ধনু রাশি- প্রেমে আনন্দ বাড়বে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। সমাজে আপনার সম্মান বাড়তে পারে। ঋণ মেটানোর চেষ্টা করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়।
মকর রাশি- সম্পতি নিয়ে কলহ কোর্ট পর্যন্ত যেতে পারে। ঘুরতে যেতে গিয়ে খরচ বাড়তে পারে। ভাগ্য আপনার পক্ষে থাকবে। পড়ুয়াদের জন্য ভাল সময়, উন্নতির যোগ রয়েছে। শরীর খারাপ যেতে পারবে, কাজে তার জন্য ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ রাশি- প্রেমে ভাল দিন আসছে, বিবাদ মিটে যাবে। নিজের সম্পর্কে ভাবনা-চিন্তা স্পষ্ট করুন। পরিবারের সদস্যদের উপহার দিতে পারেন। মনের কোনও ইচ্ছে পূরণ হবে। কোমরের নিচে যন্ত্রনা বাড়বে।
মীন রাশি- বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারেন। অযথা ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক উন্নতির সম্ভাবনা।




















