Daily Astrology: নতুন সম্পর্ক শুরু হতে পারে আজ কাদের ? কেমন যাবে বছরের শেষ দিন ?
Daily Astrology Update: আজ ৩১ ডিসেম্বর, শনিবার। বছরের শেষ দিন। কেমন যাবে দিনটি?

কলকাতা: আজ ৩১ ডিসেম্বর, শনিবার। বছরের শেষ দিন। শহর জুড়েই কাউন্টডাউন, অপেক্ষা ২০২৩ এর। তবে সেই সঙ্গে রাশি অনুযায়ী কেমন যাবে দিনটি? কী বলছে আপনার গ্রহ নক্ষত্র?
মেষ রাশি- কর্মজীবনে সাফল্য আসবে। দাম্পত্য সুখেই কাটবে। আর্থিক সমস্যার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা। হরমোন সংক্রান্ত কোনও সমস্যার কারণে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে।
বৃষ রাশি- কাছের মানুষ আঘাত করতে পারে। সন্তানের জন্য বাড়তি খরচ। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। কর্মজীবন এবং সন্তানদের নিয়ে খুশি হওয়ার সম্ভাবনা। কথা বলা ও যোগাযোগের দক্ষতা দিয়ে কাউকে প্রভাবিত করতে পারবেন।
মিথুন রাশি- ইচ্ছাপূরণ হতে পারে আজ। চাকরির স্থানে উন্নতি। মাথা ব্যাথা বাড়তে পারে। ইচ্ছাপূরণের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন। কাজে কোনও বাধা থাকবে না।
কর্কট রাশি- নতুন সম্পর্ক হতে পারে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে চলেছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপের সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি- শত্রু থেকে সাবধান। আঘাতের যোগ রয়েছে, সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় পুরনো অভিজ্ঞতার কথাও মনে রাখবেন।
কন্যা রাশি- শত্রু বাড়বে। রাজনীতির মানুষদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসার নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। নিজের চেনা মানুষ আপনার বিরোধীতা করতে পারে।
তুলা রাশি- ব্যাবসায় সাফল্য পেতে পারেন। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপথ এড়িয়ে ঘুরতে যান। আত্মসম্মান নিয়ে চিন্তিত থাকতে পারেন। আয়ের নতুন উৎস মিলতে পারে।
বৃশ্চিক রাশি- প্রয়োজনে কোনও ছুটি নিতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের থেকে আশীর্বাদ মিলবে। পরিবারের কোনও সদস্যকে নিয়ে চিন্তায় থাকতে পারেন।
ধনু রাশি- পরিবারে বিবাদ বাড়তে পারে। সমাজে আপনার সম্মান বাড়তে পারে। ঋণ মেটানোর চেষ্টা করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়।
মকর রাশি- ভাগ্য আপনার পক্ষে থাকবে। ঘুরতে যেতে গিয়ে খরচ বাড়তে পারে। ভাগ্য আপনার পক্ষে থাকবে। পড়ুয়াদের জন্য ভাল সময়, উন্নতির যোগ রয়েছে। শরীর খারাপ যেতে পারবে, কাজে তার জন্য ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ রাশি- প্রেমে বিবাদ মিটে যাবে। নিজের সম্পর্কে ভাবনা-চিন্তা স্পষ্ট করুন। পরিবারের সদস্যদের উপহার দিতে পারেন। মনের কোনও ইচ্ছে পূরণ হবে। কোমরের নিচে যন্ত্রনা বাড়বে।
মীন রাশি- আর্থিক উন্নতির সম্ভাবনা। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারেন। অযথা ঝামেলায় জড়াতে পারেন।




















