Horoscope Today: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অকারণে মেজাজ হারাবেন না, আজ সারাদিন কেমন কাটবে, দেখুন আজকের রাশিফল
Daily Horoscope: আজ ৩০ অগাস্ট, মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: আজ ৩০ অগাস্ট, মঙ্গলবার। সপ্তাহের দ্বিতীয় দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? দেখে নিন।
মেষ- আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। অপবাদ জুটতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অন্যের পরামর্শে চলবেন না। বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে।
বৃষ- সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। টাকা খরচ হতে পারে আজ। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক ক্ষয়ক্ষতি এড়াতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের প্রতি খেয়াল রাখুন।
মিথুন- মেজাজ গরম করে কর্মক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। খরচ বাড়তে পারে। তাই সতর্ক থাকুন। অকারণ মাথা গরম করে কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না।
কর্কট- ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পারিবারিক বিবাদ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে নয়া মোড়। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। সকলের সঙ্গে একটু বুঝেশুনে কথা বলতে হবে। মেজাজ হারালে চলবে না।
সিংহ- স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। তাই প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না। কারও সঙ্গে খারাপ ব্যবহার করার ব্যাপারে সতর্ক থাকুন। ভেবেচিন্তে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে আজ।
কন্যা- অভিজ্ঞ লোকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে বদলের কথা ভাবতে পারেন। আর্থিক সমস্যা দূর হতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। সৃজনশীল নতুন কোনও কাজ যুক্ত হতে পারেন।
তুলা- সন্তানের জন্য গর্বিত হবেন। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। অর্থ উপার্জনের নতুন সুযোগ পেতে পারেন। আজ অতিরিক্ত পরিশ্রম হতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। কর্মক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
বৃশ্চিক- পারিবারিক অশান্তি বাড়তে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। কর্মক্ষেত্রে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। অন্যের পরামর্শে কোনও কাজ করতে যাবেন না। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।
ধনু- পরিবারের সঙ্গে সময় কাটান। ব্যবসায় চাপ আসতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আবেগতাড়িত হয়ে বা মাথা গরম করে কোনও ব্যাপারেই কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
মকর- এই রাশির জাতকদের সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। দাম্পত্যে সুখের ফিরছে।এই রাশির ক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে। ভ্রমণের প্ল্যান ভেস্তে যেতে পারে। অফিসে সহকর্মীদের জন্য বাধা আসতে পারে।
কুম্ভ- পরিবারের কারও শরীর খারাপ হতে পারে। পারিবারিক বা আত্মীয়দের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাট দেখে পার হন। সতর্ক থাকুন।
মীন- আগুন থেকে সাবধান থাকুন। এই রাশির ক্ষেত্রে চাকরিতে সফলতা আসতে চলেছে। কৃষিকাজে যুক্ত থাকলেও সাফল্য আসবে। পরিবারের সঙ্গে ভাল কাটাবেন।