Daily Horoscope: স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন কোন রাশির জাতকরা? দেখে নিন আজকের রাশিফল
Daily Horoscope Updates: আজ ৫ অক্টোবর, বুধবার দশমী। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: আজ ৫ অক্টোবর, বুধবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।
মেষ- কথায় মিষ্টত্ব রাখুন। তাহলেই ব্যবসায় সফল হবেন। ব্যাঙ্ক বা কোনও প্রতিষ্ঠান থেকে টাকা ধার করতে গেলে আজ সফল হবেন, অর্থাৎ টাকা ধার নিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন, কারণ তাঁর পরামর্শে আজ ব্যবসায় লাভবান হতে পারেন।
বৃষ- আজ দানধ্যানের কাজে যুক্ত হতে পারেন। ভবিষ্যতের কোনও পরিকল্পনার জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পিতা মাতার স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া প্রয়োজন। কোনও সমস্যা থাকলে অবহেলা করবেন না। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে অনেকদিন পরে।
মিথুন- কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ হতে পারে। তবে কর্মক্ষেত্রে সমস্যাতেও পড়তে পারেন। অন্যের কাজে অতিরিক্ত নজর দিলে নিজের ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে কাজে ভুল করতে পারেন। এর জেরে ক্ষমা না চাইলে তিরস্কারের শিকার হতে পারেন।
কর্কট- আজ কোনও বিশেষ সম্মান পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে। তবে পারিবারিক বিবাদের সম্মুখীন হতে পারেন। প্রিয়জনকে নিজের কথা বুঝিয়ে বলুন। নাহলে ভুল বোঝাবুঝির সমস্যা দেখা দিতে পারে।
সিংহ- আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে অবহেলা করবেন না। এর প্রভাবে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভ্রমণের সিদ্ধন্ত নিলে সতর্ক থাকুন। যানবাহন সতর্ক ভাবে চালান। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন একটু সতর্ক থাকুন।
কন্যা- আজ পিতা মাতার উপদেশ মেনে চলুন। তাঁরা কোনও কাজে নিষেধ করলে তা এড়িয়ে চলুন। আজ স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। কোনও অতিথির বাড়িতে বেড়াতে যেতে পারেন। পড়ুয়ারা আজ কোনও ভুল করতে পারেন পড়ুয়ারা। তার জেরে সমস্যায় পড়তে পারেন শিক্ষকরা।
তুলা- আয়ের একাধিক উৎস খুঁজে পেতে পারেন আজ। তবে ব্যবসায় লোকসান হতে পারে। কারও কথা শুনে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করুন। নাহলে সমস্যায় পড়তে পারেন।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে পারেন। নতুন কর্মক্ষেত্রের সন্ধান পেতে পারেন অনলাইনে। সামাজিক কাজে যুক্ত ব্যক্তিরা আজ খুশি হতে পারেন। তাঁরা নতুন কোনও নতুন পদ পেতে পারেন।
ধনু- আজ স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল থাকুন। সামান্য সমস্যাও এড়িয়ে যাবেন না। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝিও মিটতে পারে।
মকর- যেকোনও কাজ সময়ে সম্পন্ন করুন। কোনও কাজ ফেলে রাখবেন না। সময় মতো কাজ না করলে সমস্যায় পড়বেন। আজ কোনও নতুন পরিচিতি পেয়ে আপনি খুশি এবং সম্মানিত হতে পারেন।
কুম্ভ- আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ করতে পারেন। অবাঞ্ছিত খরচ কমানো প্রয়োজন। প্রয়োজনে আয়, ব্যয়ের বাজেট তৈরি করে নিন। খরচে হ্রাস টানা প্রয়োজন। ধর্মীয় কোনও অনুষ্ঠান বা কাজে আজ যুক্ত হতে পারেন।
মীন- কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। কারও পরামর্শে সিদ্ধান্ত নেবেন না। জটিলতার পরেও সাফল্য আসতে পারে। সহকর্মীদের সঙ্গে বুদ্ধি করে কাজ করতে হবে। কোনওরকম বচসা এড়িয়ে চলুন।