Daily Horoscope: প্রেমে বাধা কাটবে, বড় সুযোগ অফিসে, জানুন কেমন যাবে আজকের দিন ?
9 August Daily Horoscope: আজ ৯ অগাস্ট, মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: জীবনে ভাল খারাপ লেগেই থাকে। অনেকেই বলে থাকেন, একটানা খারাপের পর এবার ভাল আসবে। অনেকেই অপেক্ষা কের থাকেন। কিন্তু তারপরেও আশানুরূপ ফল আসে না। মন খারাপ হয়। আবার ভাল কাটাতে কাটাতে খাদে গিয়েও পড়ে অনেকে। তবে এই ভাল-খারাপ যদি আগে থেকে জেনে নেওয়া যায়, তাহলে অনেকটাই সতর্ক থাকা যায় খারাপ পরিস্থিতির জন্য এবং ভাল খবরের জন্য প্রস্তুত থাকা যায়। আজ ৯ অগাস্ট, মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- আপনার জীবনে সুযোগ আসছে। কিন্তু বুঝতে হবে আপনার ক্ষমতার সীমা। ঝুঁকি নিতে হবে। সুতরাং চেষ্টা ছাড়বেন না। যদি রাজনীতিতে থাকেন, তাহলে সফলতা পাবেন।
বৃষ- আপনার উপার্জনের টাকা আপনার মেকওভারে খরচ করতে ইচ্ছে করবে। তবে তাতে ক্ষতি নেই। শুধু নিশ্চিত করুন আপনি বিপদ সীমায় নেই, ভবিষ্যতের জন্য টাকা গুছিয়ে রাখতে সক্ষম। চাকরি বা ব্যবসায় এই রাশিদের আর্থিক উপার্জনের যোগ রয়েছে।
মিথুন- চাকরি জীবনে উন্নতি হবে এই রাশির। তবে বাধাও আসবে। তবে সেই বাধার সমাধানও মিলবে। তাই সতর্ক থাকবেন। মানসিক অবসাদ আসতে পারে। সাবধান থাকবেন। আপনি আত্মীয়দের থেকে সাহায্য পাবেন।
কর্কট- এই রাশিদের ক্ষেত্রে আয় বাড়লেও খরচের যোগ রয়েছ। ফেলে আসা জীবনের কারও সঙ্গে দেখা হতে পারে। তার সঙ্গে আন্তরিকভাবে মিশুন। তিনি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও পারেন।
সিংহ- যারা চাকরি জীবনে আছেন, অফিসের শীর্ষকর্তাদের থেকে তাঁরা সাহায্য পাবেন। আইন মামলা মোকদ্দমায় জয় লাভ করতে পারেন। কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যাক্তিরা সাহায্য পাবেন।
কন্যা- পরিবারের মানুষের কাছেই জমি সংক্রান্ত কারণে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কৃষিকাজে যুক্ত থাকলে উন্নতি হবে। তবে আপনার মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে।
তুলা- পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। চাকরি জীবিদের ক্ষেত্রে আধিকারিকদের কারণে উদ্বেগ বাড়বে। তবে সমস্যা এলেও তা পরে কেটে যাবে।
বৃশ্চিক- চাকরিজীবিদের জন্যও জন্য সুখবর। এবার আপনি সাফল্য পেতে চলেছেন। ব্যবসা করলে আপনার জীবনে সাফলতা আসবে।পুরোনো বন্ধু সঙ্গে দেখা হয়ে ভাল লাগবে।
ধনু- এই রাশির ব্য়াক্তিরা সমস্যায় পড়তে পারেন। চাকরি এবং ব্যবসা যাই করুন না কেন, সতর্ক থাকুন। পাশাপাশি কোনও অচেনা ব্যাক্তি আপনার জীবনে আসতে পারে। সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে।
মকর- মায়ের শরীর খারাপ হতে পারে। তবে আপানার শ্বশুড়বাড়ির থেকে সাহায্য পাবেন।পারিবারিক বা আত্মীয়দের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ- এই রাশির ক্ষেত্রে চাকরিতে সফলতা আসতে চলেছে। কৃষিকাজে যুক্ত থাকলেও সাফল্য আসবে। পরিবারের সঙ্গে ভাল কাটাবেন। আপনার বোনের ভাল দিন আসছে।
মীন- এই রাশির ক্ষেত্রে অফিসে সহকর্মীদের জন্য বাধা আসতে পারে। পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এই রাশির জাতকদের সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকবেন।