Daily Horoscope: অফিসে একটু কড়া হোন, রাশ আলগা করবেন না, শুক্রবারের রাশিফল
Daily Horoscope for February 16: আজকের দিন কেন কাটবে, জেনে নিন বিশদে।
কলকাতা: রাশিফল অনুযায়ী ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ (Daily Horoscope for February 16)। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী, শুক্রবার বৃষ রাশির জাতকদের মনে শান্তি থাকবে। সিংহ রাশির জাতকরা কাজের জায়গায় কোনও ঝামেলায় পড়বেন না। বাকিদের কেমন কাটবে দিন, জেনে নিন বিশদে। (Daily Horoscope)
মেষ রাশি: মেষ রাশির জাতকদের শুক্রবার মোটামুটি ভালই কাটবে। চাকরি করেন যাঁরা, বিশেষ করে টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত, কোনও ঝুট-ঝামেলা ছাড়াই কাটবে দিন।ব্যবসা করেন যাঁরা, কারও থেকে টাকা ধার নিয়ে কারবারে ঢালা ঠিক হবে না। তার চেয়ে কিছুদিন বরং অপেক্ষা করুন। টাকা জমিয়ে তার পর ব্যবসায় পা রাখুন। তরুণদের অহঙ্কার না করাই ভাল। শুক্রে খরচে রাশ টানতে হবে মেষ রাশির জাতকদের। চোখের স্বাস্থ্যের দিকে নজর দিন।
বৃষ রাশি: চাকুরিরতরা ঊর্ধ্বতনের সহযোগিতায় কঠিন কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা কাগজপত্র সামলে রাখুন। আইনি ঝামেলায় না জড়ানোই ভাল। ভাবমূর্তি সম্পর্কে সচেতন হোন। তরুণদের ইচ্ছাপূরণ হতে পারে। শুক্রবার কোনও রকম বিবাদে না জড়ানোই ভাল। স্বাস্থ্য নিয়ে সচেতন হন। সর্দি-কাশির সম্ভাবনা রয়েছে। খাওয়া-দাওয়ার দিকে নজর দিন।
মিথুন রাশি: চাকরিতে সাফল্য আসবে আজ। এর ফলে শান্তি থাকবে মনে। ব্যবসায়ীরা যাঁরা নির্মাণের সঙ্গে যুক্ত, সব কাগজপত্র সামলে রাখুন। আজ অনুপ্রেরণা হিসেবে কাউকে পেতে পারেন জীবনে। পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে। আপনি মধ্যস্থতা করুন সেক্ষেত্রে। দুধ, ফল, অঙ্কুরযুক্ত দানাশস্য বেশি খান। এতে শরীর সুস্থ থাকবে।
কর্কট রাশি: অফিসে একটু কড়া হতে হবে। বিশেষ করে টাকা-পয়সার ব্যাপারে রাশ আলগা করা যাবে না। পার্টনারশিপে ব্যবসা করলে অর্থনৈতিক কোনও সিদ্ধান্ত একা নিতে যাবেন না। ছোটখাটো বিষয়কে গুরুত্ব না দিলে অশান্তি হবে না পরিবারে। রক্তচাপের সমস্যা থাকলে সময় মতো ওষুধ খান।
সিংহ রাশি: চাকুরিরতদের অফিসের কাজে তাড়াহুড়ো করা উচিত নয়।প্রয়োজনে বেশি সময় নিন, পিছিয়ে দিন কার্যপূরণের সময়সীমা। ব্যবসায়ীদের ভাবনা-চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। নইলে ক্ষতির মুখে পড়তে হবে। কুসঙ্গ ত্যাগ করতে হবে তরুণদের, নইলে ক্ষতি হবে নিজের। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। ঝুঁকে পড়ে কাজ না করাই ভাল, কোমরের ব্যথা ভোগাতে পারে।
কন্যা রাশি: কাজের জায়গায় মতভেদ হওয়ার সম্ভাবনা। তবে দিনের শেষে আপনি ফুলমার্কস পেয়ে উতরে যাবেন। প্লাস্টিকের ব্যবসা থাকলে বড় বরাত পেতে পারেন। তরুণদের সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। আজ ভাগ্য সহায় হবে। বাড়ির কাজে আটকে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে মহিলাদের। হাড়ের যন্ত্রণা ভোগাতে পারে।
তুলা রাশি: কাজের জায়গায় ধৈর্য হারালে চলবে না চাকুরিরতদের। ধৈর্য এবং সাহসে ভর করলেই সাফল্যপ্রাপ্তি হবে। ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত থাকলে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করার ক্ষেত্রে আদর্শ সময়। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শরীরচর্চা বাদ দেবেন না।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপানর প্রতি প্রসন্ন থাকবেন। ব্যবসায়ীদের অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী চলা উচিত। নইলে পরিবারের উপরও প্রভাব পড়বে। লোভে পড়ে নিজের ক্ষতি করবেন না। কোমরের যন্ত্রণা ভোগাতে পারে।
ধনু রাশি: সময়ে অফিস পৌঁছন। তার জন্য সময় থাকতে সচেতন হওয়া উচিত। রুটিন মেনে চলুন। ব্যবসায় লাভের মুখ দেখতে হলে পরিশ্রমও করতে হবে সেই অনুযায়ী। সুপ্ত প্রতিভা ডানা মেলতে পারে তরুণদের। বাড়ির কনিষ্ঠ সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। ব্যায়াম, যোগাসন করুন।
মকর রাশি: অফিসে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, তবেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। পুজোর সামগ্রীর ব্যবসায় যাঁরা যুক্ত, তাঁদের দিন ভালই কাটবে। চাহিদা এত বেশি থাকবে যে, জোগানে টান পড়তে পারে। তরুণদের আচরণ ঠিক করতে হবে। বেশি রাগ ভাল নয়। জীবনসঙ্গীকে গুরুত্ব দিন। অস্ত্রোপচারের কথা থাকলে করিয়ে নিন। দেরি করবেন না।
কুম্ভ রাশি: কাজের জায়গায় আত্মবিশ্বাস ধরে রাখুন। সহজ সরল উপায়ে কার্যসিদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। ব্যবসায়ীদের কারও উপর চোখ বন্ধ করে ভরসা না করাই ভাল। বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। জীবনসঙ্গীকে একটু সময় দিন। সর্দি-কাশি থেকে বাঁচতে গরম পানীয় পান করুন।
মীন রাশি: কাজ নিয়ে আলসেমি না করাই ভাল। নইলে কাজের জায়গায় অপদস্থ হতে পারেন। ব্যবসায় সামান্য ওঠাপড়ার সম্ভাবনা রয়েছে। কিছু পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আর্থিক অবস্থা নিয়ে বাড়তে পারে উদ্বেগ। ডােট এবং শরীরচর্চার উপর জোর দিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।