এক্সপ্লোর

Horoscope Tomorrow: ব্যবসায় ক্ষতির আশঙ্কা! কানের যন্ত্রণা ভোগাতে পারে কাদের? কী বলছে বুধবারের রাশিফল?

Daily Horoscope: কেমন যাবে আগামীকাল? কী বলছে আপনার রাশিফল?

কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ১ মে ২০২৪, বুধবার একটি গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল বুধবার ভাগ্যের নক্ষত্রগুলি কী নিয়ে আসছে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল। (Horoscope Tomorrow 01 May 2024)

মেষ রাশি (Aries)- এই রাশির জাতকদের ক্ষেত্রে কালকের দিন ভালই কাটবে। চাকুরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সকলের খুশির দিকে নজর রাখলে নিজের লক্ষ্যে পৌঁছনোর পথ সহজ হবে। এছাড়া সকলের প্রশংসা পাবেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন। কালকের দিনটা রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, নয়তো শরীরে তার প্রভাব পড়তে পারে। ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য নতুন কোনও প্রস্তুতি নিতে পারেন, যার সাহায্যে প্রত্যাশিত লাভের মুখ দেখতে পেতে পারেন। যুবক-যুবতীদের ক্ষেত্রে সঙ্গীর কথায় বিশ্বাস করতে হবে, নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে এবং সম্পর্কে ফাটল ধরতে পারে। অন্যের কথায় কান দিয়ে নিজেদের সম্পর্ক খারাপ করবেন না।

বৃষ রাশি (Taurus)- চাকুরিজীবীদের কাল কর্মক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় বা সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র নিজের কাজে মন দিন, কারণ ভবিষ্যতে আপনার ভাল কাজই আপনার পরিচয় হয়ে উঠবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, যাঁরা এখনও অনলাইন পেমেন্ট বা নেট ব্যাঙ্কিং থেকে দূরে রয়েছেন, তাঁদের শীঘ্রই আপডেট হতে হবে, যাতে দ্রুত পেমেন্ট পেতে কোনও অসুবিধা না হয়। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন, হাত-পা ফুলতে পারে। যন্ত্রণার সঙ্গে সঙ্গে ভারীও মনে হতে পারে, যার ফলে মেজাজ খারাপ লাগতে পারে। তবে অসুস্থতা ফেলে না রেখে ডাক্তারের কাছে শীঘ্রই যান। পরিবারের সকল সদস্যের ওপর বিশ্বাস রাখুন, তাঁদের কোনও কথায় আশঙ্কা করার প্রয়োজন নেই।

মিথুন রাশি (Gemini)- কালকের দিন ঠিকঠাকই কাটবে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ কাল অনেকটাই বাড়তে পারে, যার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখা ভাল। নয়তো স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে লিভারের দেখাশুনো করাও প্রয়োজন। পৌষ্টিকতন্ত্র যেন মজবুত থাকে, সেই দিকেও নজর দেওয়া প্রয়োজন। খাওয়া-দাওয়া নির্দিষ্ট সময়ে করুন, এবং সুষম আহার সারুন। যে সকল ব্যবসায়ীদের সরকারি কোনও কাজ বাকি পড়ে আছে, সেটা সময় করে সেরে ফেলুন। নয়তো কোনও সরকারি রেড বা তল্লাশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই কাজে তৎপরতা দেখাতে হবে। যুবসমাজ মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন, কারণ দুঃসময়ে মা-ই আপনাকে সঙ্গ দেবেন। আগামীকাল বাড়ির গুরুজনেদের একলা ছেড়ে কোথাও না যাওয়ার চেষ্টা করুন, ওঁদের সঙ্গে থাকলেই ভাল। কারণ পরে ওঁদের শরীর খারাপও হতে পারে। 

কর্কট রাশি (Cancer)- চাকুরিজীবীদের কাল চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অনেকটা রাস্তার সফর করতে হতে পারে, যেখানে চাকরি সম্পর্কিত কোনও নথি জমা করতে হতে পারে। কান নিয়ে সমস্যায় ভুগতে পারেন কাল। কানের আশেপাশে যন্ত্রণা হলে ফেলে রাখবেন না, ডাক্তার দেখিয়ে দ্রুত চিকিৎসা শুরু করাই শ্রেয়। সোনারুপোর ব্যবসায়ীরা কাল দোকানে যে ক্রেতারা আসবেন, তাঁদের ওপর ভাল করে নজর রাখবেন। নয়তো দোকানে চুরি হতে পারে। ক্রেতার রূপে এসে কেউ ঠকিয়ে দিতে পারে কাল। যুবসমাজ কাল পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন, যা অনেকদিন মনে থাকবে আপনার। ধার্মিক কোনও কার্যকলাপে অংশ নিতে পারেন। যার ফলে মনে শান্তি আসবে। একাধিক সিদ্ধান্তকে শুভ রাখার জন্য ধর্মীয় কাজে অংশ নেওয়া শুভ লক্ষণ।

সিংহ রাশি (Leo)- ঠিকঠাকই কাটবে কাল। চাকুরিজীবীরা নিজেদের বেতনের থেকে বেশি নিজের কাজকে প্রাধান্য দিলে ভাল এবং নিজের দায়িত্ব বুঝে নিলে ভাল। দায়িত্ব অনুযায়ী নিজের কাজ শেষ করার চেষ্টা করুন। এখন শেখার জন্য খুব ভাল সময়, তাই নিজের গুণ আরও বৃদ্ধি করার চেষ্টা করুন। শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে দুর্বল বোধ হতে পারে। এর জন্য ক্লান্ত লাগতে পারে, এবং তাই রক্ত বাড়াতে সাহায্য করে এমন খাবার খেলে ভাল। ব্যবসার জন্য লোন নিয়ে থাকলে তা চিন্তায় ফেলতে পারে। জনসেবায় মন দিতে পারেন। যাঁদের প্রয়োজন তাঁদের সাহায্য করুন, এবং আশেপাশের মানুষকে এই ব্যাপারে উৎসাহিত করুন। পরিবারের কারও থেকে এমন শুভকাজে অংশ নেওয়ার আমন্ত্রণ আসতে পারে।

কন্যা রাশি (Virgo)- চাকরির ক্ষেত্রে অপরের সমস্যার সমাধান করতে গিয়ে নিজেই ঝামেলায় জড়াতে পারেন। পরিস্থিতির আঁচ করে কখনও কখনও স্বার্থপর হওয়ার প্রয়োজন। স্বাস্থ্যের কথা বললে, কাল ধ্যান ও যোগাসনের সাহায্য নেওয়া উচিত। যতই ব্যস্ত থাকুন না কেন, এই কাজটা এড়িয়ে যাবেন না। স্টেশনারির ব্যবসায়ীরা কাল ন্যায্য মূল্যেই জিনিসপত্র বিক্রি করুন। প্রয়োজনের থেকে বেশি অর্থ উপার্জন করতে গিয়ে পুরনো খদ্দেরও হাতছাড়া হতে পারে। ভুল সঙ্গ এড়িয়ে চলুন। তাদের সঙ্গ শুধরে নিন, নয়তো ভুল সঙ্গে পড়ে খারাপ অভ্যাসও হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে মিল রেখে চলুন, কারণ আপনাদের একে অপরের প্রয়োজন যে কোনও দিন পড়তে পারে। 

তুলা রাশি (Libra)- কালকের দিন ভালই কাটবে। চাকরির ক্ষেত্রে আটকে থাকা পদোন্নতির কথা ফের শুরু হতে পারে, যার ফলে মনে আনন্দ প্রচুর হবে। কাল গাড়ি দুর্ঘটনার আশঙ্কা আছে। ফলে সাবধানতা বজায় রাখতে হবে। পড়ে গিয়েও চোট পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনও নতুন স্কিম বা অফার দিয়ে, বেশি সংখ্যক গ্রাহককে আকর্ষিত করতে পারেন। এমন সিদ্ধান্ত বেশ লাভ এনে দেবে। যুব সম্প্রদায় কাল যেন কোনওভাবেই ফাঁকা বসে না থাকে। কোনও না কোনও কাজে ব্যস্ত থাকতে হবে। কারণ কথাতেই বলে, 'অলস মস্তিষ্ক শয়তানের কারখানা'। ফাঁকা বসে থাকলে নেতিবাচক কথায় বেশি মন যাবে। কাল সঙ্গীর সঙ্গে বানানো কোনও পুরনো প্ল্যান ব্যস্ততার কারণে বাতিল করতে হতে পারে। এর ফলস্বরূপ জীবনসঙ্গী রাগও করতে পারেন।

বৃশ্চিক রাশি (Scorpio)- চাকুরিজীবীরা কাল কর্মক্ষেত্রে আইডিয়া নিয়ে কাজ করবে, তাঁরা যদি সেই আইডিয়ার ওপর কাজ করেন এবং এটি ব্যবহার করেন তবে ভাল ফল মিলবে। স্বাস্থ্য ভাল রাখতে রুটিন চেকআপ করাতে থাকুন, যাতে আপনার অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেওয়ার আগে তার সুশ্রুষা করাতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কালকের দিনটা খুব ভাল কাটবে। বড় লাভের মুখ দেখতে পারেন তাঁরা, যার সাহায্যে ব্যবসা আরও বাড়াতে পারবেন তাঁরা। কাল কোনও বড়সড় ডিল হাতে আসতে পারে। আপনার আত্মবিশ্বাসে ইতিবাচকতা বাড়বে। কোর্টকাছারির চক্কর কাটছিলেন এমন কোনও কাজ থাকলে, তা থেকে কাল রেহাই পাবেন। 

ধনু রাশি (Sagittarius)- চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে একজোট হয়ে চললে সুবিধা। কারও জন্মদিন থাকলে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। ওজন যদি অনেকদিন ধরে বেড়ে থাকে, তাহলে এবার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করতে হবে। নিয়মিত ব্যায়াম ও যোগাসন অভ্যাস করতে হবে। ব্যবসায়ীদের কাল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে একটু সাবধানে থাকুন ও নতুন সুযোগের লাভ নিশ্চয়ই নিন। যুবসমাজের ক্ষেত্রে কাল মন ভাল থাকলে তা নিশ্চয়ই ব্যক্ত করুন। মনের প্রসন্নতা ভাগ করলে তা বাড়ে। বাড়ির লোকের সঙ্গে কথোপকথন বাড়ানোর চেষ্টা করুন। কারণ কথাবার্তা হলে তবেই একে অপরের ভাবনা ও প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। 

মকর রাশি (Capricorn)- কাল চাকরির ক্ষেত্রে বসের ভরসার মান রাখার চেষ্টা করতে হবে, তাঁর বিশ্বাসে আঘাত হানবেন না। স্বাস্থ্য ভাল রাখতে তরল পদার্থ খাওয়ায় নজর দিলে ভাল। কারণ এখন অতিরিক্ত গরমে শরীরে জলের অভাব ঘটতে পারে। তাই বেশি জল খাওয়া একান্ত প্রয়োজনীয়। পার্টনারশিপে ব্যবসা করলে হিসেব নিকেশে পারদর্শী হলে ভাল। প্রেমের ক্ষেত্রে সময়ের অভাবে সঙ্গীকে বেশি সময় দিতে পারবেন না। ফলে সঙ্গীর রাগও হতে পারে। যদি কোনও বিষয়ে পথপ্রদর্শকের প্রয়োজন পড়ে তাহলে গুরুজনেদের শরণাপন্ন হতে পারেন। দাদা বা দিদির সাহায্য চাইতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius)- চাকুরিজীবীদের ক্ষেত্রে কাল কাজকর্মের সঙ্গে বিনোদনও জারি থাকবে। এমনিতে দিনটি সহজেই কাটবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কাল ওঠা-বসার সময় সাবধান থাকবেন। ভুল কায়দায় বসলে শরীরে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার কর্মচারীদের সঙ্গে ব্যবহার ভাল রাখুন, যদি তাঁদের কোনও সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। যুবসমাজ নিজেদের আত্মবিশ্বাসে কোনও খামতি আসতে দেবেন না, নয়তো কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সন্দেহ জাগতে পারে মনে। ছোট ছোট কথায় নিজেকে ভাঙতে দেবেন না, বরং সেগুলি দমিয়ে রাখুন। নয়তো সম্পর্কে ফাটল ধরতে পারে।

মীন রাশি (Pisces)- চাকরির ক্ষেত্রে কাল কোনও ভুল নজরে পড়লে তা নিয়ে ঝগড়া না করে দ্রুত তা সমাধানের চেষ্টা করলে ভাল। কাল পেটের সমস্যা ভোগাতে পারে। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে বুঝেশুনে পদক্ষেপ নিলে ভাল, নয়তো আর্থিক লোকসানের মুখে পড়তে হতে পারে। যুবসমাজ যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে তার ফল অবশ্যই ভাল হবে। তবে এই বিষয়ে খানিক সাবধানতা বজায় রাখতে হবে। পরিবারের কেউ অসুস্থ হলে সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, নয়তো স্বাস্থ্য আরও বিগড়ে যেতে পারে। 

আরও পড়ুন: Hanumanji Puja : খুলে যাবে গেরো, বহুদিনের আটকে থাকা কাজ হবে মসৃণ, হনুমানজিকে নিবেদন করুন এই ছোট্ট জিনিস

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
Lok Sabha Election 2024: পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
IPL 2024 Points Table: শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
Mamata Banerjee Comment Controversy: 'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
Advertisement
for smartphones
and tablets

ভিডিও

Morning Headlines: আজ ভোটের পঞ্চম দফা | মমতার নিশানায় সাধুরাও! | ৩৪ লক্ষ টাকা উদ্ধার | ABP Ananda LIVEKolkata News: রবীন্দ্র সরোবরের জমিতে বিনোদন ক্লাব তৈরির অভিযোগে বিক্ষোভ! ABP Ananda LiveLok Sabha Election 2024: রবিবাসরীয় প্রচারে কলকাতার দুই প্রান্তে ঝড় তুলল সিপিএম। ABP Ananda LiveLok Sabha Elections 2024: পঞ্চম দফা ভোটের আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্যে সরগরম রাজ্য-রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
Lok Sabha Election 2024: পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
IPL 2024 Points Table: শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
Mamata Banerjee Comment Controversy: 'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
Loksabha Elections 2024: বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
Weather Update: নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
IPL 2024 Playoffs: কেকেআরের প্রতিপক্ষ হায়দরাবাদ, প্লে অফে চার দলের লড়াই কবে-কোথায়?
কেকেআরের প্রতিপক্ষ হায়দরাবাদ, প্লে অফে চার দলের লড়াই কবে-কোথায়?
Adhir Chowdhury: 'এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছেন, তাঁর সঙ্গে দোস্তি নয়', আজও স্পষ্ট বার্তা অধীরের
'এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছেন, তাঁর সঙ্গে দোস্তি নয়', আজও স্পষ্ট বার্তা অধীরের
Embed widget